নয়াদিল্লি: আর কয়েকমাস পরে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। সেখানকার বোলিং সহায়ক পরিবেশে টিম ইন্ডিয়ার সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে চার নম্বরেও ব্যাট করতে দেখা যেতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তাঁর কথায়, কোহলি চার নম্বরে নামলে দলের ব্যাটিং ইউনিট আরও শক্তিশালী হতে পারে।
একটি সাক্ষাত্কারে শাস্ত্রী বলেছেন, ভারতীয় দলের ব্যাটিং লাইনের প্রথম তিন জনকে নিয়ে সুবিধেটা হল, ওদেরকে পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী আলাদা করা যায়। যেমন, বিরাট কোহলির মতো চার নম্বরে চলে আসতে পারে। সে ক্ষেত্রে আমরা ভাল এক জন ব্যাটসম্যানকে তিন নম্বরে পাঠাতে পারি। তা হলে ব্যাটিংয়ের ভারসাম্যটা আরও ভাল হবে।


হেড কোচ আরও বলেছেন,‘বিশ্বকাপের মতো বড়সড় প্রতিযোগিতায় এই নমনীয়তার প্রয়োজন আছে। দলের পক্ষে সেরা ভারসাম্যটা কী তা দেখতে নমনীয়তার প্রয়োজন। ইংল্যান্ডে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
শাস্ত্রী বলেছেন, ইংল্যান্ডে পরিবেশ কেমন থাকে, তা দেখে আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনা করব। একটা বড় প্রতিযোগিতায় স্কোর তিন উইকেটে ১৮ বা চার উইকেটে ১৬ হয়ে যাক, এমনটা কেউ চাইবে না। দ্বিপাক্ষিক সিরিজে কী হচ্ছে, তা নিয়ে আমি ভাবিত নই। কিন্তু বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় আমি কেন শুরুতে সেরা ব্যাটসম্যানকে হারানোর ঝুঁকি নেব (পিচ যেখানে বোলারদের সাহায্য করছে)?
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চাপের মুখে ৯০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন অম্বাতি রায়ডু। শাস্ত্রী জানিয়েছেন, কোহলি চার নম্বরে খেললে তিনে রায়ডু অন্যতম বিকল্প হতে পারেন। তিনি বলেছেন, অম্বাতি রায়ডু হতে পারে বা অন্য কোনও ব্যাটসম্যান। তবে ওপেনিং জুটিকে ভাঙা যাবে না। রোহিত শর্মা-শিখর ধওয়ন জুটি ওয়ান ডে-তে বিশ্বের অন্যতম সেরা।
রায়ডুর ইনিংস তাঁর উদ্বেগ অনেকাংশে দূর করেছে বলেও জানিয়েছেন কোচ। তাঁর ছকভাঙা ব্যাটিং স্টাইল দলের পক্ষে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে।