নয়াদিল্লি: বিশ্বকাপ ফাইনালে নির্ধারিত ৫০ ওভার এবং সুপার ওভার টাই হওয়ার পরেও নিয়মের গেরোয় ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। কিন্তু তারপরেও কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন যেভাবে শান্ত ছিলেন, তাতে মুগ্ধ ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। তাঁর ট্যুইট, ‘ঘটনার পরিপ্রেক্ষিতে তুমি যে স্থৈর্য ও মর্যাদা দেখিয়েছো, সেটা অসাধারণ। তোমার মর্যাদাপূর্ণ আচরণ এবং খেলা শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পরেও নীরবতা তারিফযোগ্য। আমরা জানি তুমি বিশ্বকাপ জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিলে।’

বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারি বেশি মারায় ইংল্যান্ড জয়ী ঘোষিত হওয়ার পরেও উইলিয়ামসনকে কোনওরকম প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। তিনি আইসিসি-র এই নিয়ম নিয়ে কোনও মন্তব্য করেননি। ক্রিকেটপ্রেমীরাও তাঁর এই আচরণের প্রশংসা করছেন। এবার শাস্ত্রীও উইলিয়ামসনের প্রশংসা করলেন।