দুবাই: বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করা হলেও, এতে খুশি নন প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন, ১৬ জনের দল বেছে নেওয়া হলে খুশি হতেন। একইসঙ্গে যে ক্রিকেটাররা বিশ্বকাপের দলে সুযোগ পাননি, তাঁদের হতাশ না হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘আমি দল নির্বাচনের সঙ্গে যুক্ত নই। আমাদের কোনও মতামত থাকলে সেটা অধিনায়ককে জানাই। ১৫ জনকে বেছে নেওয়া হলে কাউকে না কাউকে বাদ দিতেই হবে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি হলে ১৬ জনের দল করতাম। আমরা আইসিসি-কে জানিয়েছিলাম, এতদিন ধরে চলা একটি প্রতিযোগিতায় ১৬ জন ক্রিকেটারকেই দলে রাখা উচিত। কিন্তু আইসিসি নির্দেশ দেয়, ১৫ জনেরই দল বেছে নিতে হবে।’

শাস্ত্রী আরও বলেছেন, ‘যারা দলে সুযোগ পায়নি, তাদের হতাশ হওয়া উচিত নয়। ক্রিকেট একটি মজার খেলা। যে কেউ চোট পেতে পারে। তাই কখন ডাক পড়বে কেউ বলতে পারে না।’

চার নম্বর ব্যাটসম্যান হিসেবে অধিনায়ক বিরাট কোহলির প্রথম পছন্দ অম্বাতি রায়াডুর বদলে বিজয় শঙ্করের সুযোগ পাওয়া প্রসঙ্গে শাস্ত্রী বলেছেন, ‘পরিবেশ, প্রতিপক্ষ দেখে চার নম্বরে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যাটসম্যানদের নামানো হয়। প্রথম তিন ব্যাটসম্যানের জায়গা পাকা। তারপর সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা যায়।’

ভারতীয় দল বিরাটের উপর অত্যধিক নির্ভরশীল বলেও মানতে নারাজ শাস্ত্রী। তাঁর দাবি, গত পাঁচ বছরে ভারতীয় দলের পারফরম্যান্স দেখলে বোঝা যাবে, কোনও একজনের উপর নির্ভরশীলতা নেই। বিশ্বকাপে ইংল্যান্ডকেই ফেভারিট হিসেবে দেখছেন ভারতের কোচ।