মহারাষ্ট্র: কাশ্মীর ভারতের অখণ্ডনীয় অংশ, কেউ তা কেড়ে নিতে পারবে না, মহারাষ্ট্রে দাঁড়িয়ে হুঙ্কার বিজেপি সভাপতি অমিত শাহর। এদিন প্রচারে এসে কংগ্রেস, এনসিপির সঙ্গে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতাদেরও একহাত নিয়েছেন তিনি। বিশেষ করে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন শাহ। সম্প্রতি জম্মু-কাশ্মীরের জন্য পৃথক প্রধানমন্ত্রী ও পৃথক রাষ্ট্রপতির দাবি করেছিলেন ওমর। তাঁর এই বক্তব্যের জবাবে অমিত বলেন, “কাশ্মীর ভারতের অখণ্ড অংশ। কেউ তা কেড়ে নিতে পারবে না। আমরা তা হতে দেব না।” আরও একধাপ এগিয়ে বিজেপি সভাপতি আরও বলেন, “যতদিন বিজেপির অস্তিত্ব থাকবে কাশ্মীর ভারতেই থাকবে। আমরা দেশে ২ জন প্রধানমন্ত্রী বানাতে দেব না।”
শাহর কথায়, “ভারত শিবাজি মহারাজের দেশ, আর তার নিরাপত্তা দেখতে হবে আমাদেরই।” এই প্রসঙ্গেই তিনি টেনে আনেন বালাকোটে এয়ার স্ট্রাইকের ঘটনাও। আকাশপথে হামলা চালিয়ে পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এই দাবিই করে আসছে বিজেপি। এদিনও সেই একই কথা বলতে শোনা যায় শাহকে। নরেন্দ্র মোদির সেনাপতি এদিন জোর গলায় বলেন, বালাকোটে এয়ারস্ট্রাইক করে পুলওয়মায় ৪২ জওয়ানের অকাল মৃত্যুর বদলা নিয়েছে ভারত। একই সঙ্গে ১৫ বছর মহারাষ্ট্রের সরকারে থাকা কংগ্রেস ও এনসিপি জোটকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। দেড় দশক ক্ষমতায় থেকে কী করেছেন রাহুল গাঁধী, শরদ পাওয়াররা, মহারাষ্ট্রে নির্বাচনী সভা থেকে এই প্রশ্নই তুলেছেন শাহ। তাঁর দাবি, দেশ আবার মোদি সরকার চাইছে। রাজ্যের মতো দেশকে উন্নতির রাস্তায় হাঁটাতে হলে ফের একবার বিজেপি সরকার চাই বলেও মন্তব্য করেছেন শাহ।
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, দেশে ২ জন প্রধানমন্ত্রী হতে দেব না, মহারাষ্ট্রে হুঁশিয়ারি শাহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2019 04:02 PM (IST)
শাহর কথায়, “ভারত শিবাজি মহারাজের দেশ, আর তার নিরাপত্তা দেখতে হবে আমাদেরই।”
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -