নয়াদিল্লি: ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর এবার অস্ট্রেলিয়া সফর নিয়ে পরিকল্পনা শুরু করে দিলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তিনি অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের আগে একাধিক প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন বিসিসিআই-কে।


ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজের আগে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় দল। কিন্তু এসেক্সের বিরুদ্ধে চার-দিনের ম্যাচটিকে তিনদিনে নামিয়ে আনা হয়। সেই ম্যাচেও পিচ ও আউটফিল্ডের অবস্থা নিয়ে চূড়ান্ত নাটক হয়। এ বিষয়ে শাস্ত্রী বলেছেন, ‘আমরা মোটেই অনুশীলন ম্যাচ খেলার বিরোধী না। আমরা কেন প্রস্তুতি ম্যাচের বিরোধিতা করব? আপনারা শুধু ফল দেখতে পাচ্ছেন। প্রত্যেকবার দ্বিতীয় টেস্টের পর আমরা উন্নতি করেছি। আরও উন্নতি করা যায়। কিন্তু প্রথম ম্যাচেই কেন সেই জায়গায় আমরা থাকব না? যদি দুর্বল দলগুলির বিরুদ্ধেও দু’টি বা তিনটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে আমাদের কোনও অসুবিধা নেই। কারণ, সেটাও ম্যাচ। কিন্তু ঠাসা ক্রীড়াসূচি থাকলে এবং আগেই চুক্তি হয়ে থাকলে বিশেষ কিছু করার থাকে না। এবার অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের আগে দু’টি অনুশীলন ম্যাচের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছি। কিন্তু সেই ম্যাচগুলির সময় পাওয়া যাবে কি না সেটাই প্রশ্ন।’