নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ব্যর্থ হলেও, কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই এসেক্সের হয়ে শতরান করলেন মুরলী বিজয়। ট্রেন্টব্রিজে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ৫৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৮১ বলে ১০০ রান করেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। ২৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে তাঁর দল আট উইকেটে ম্যাচ জিতে নেয়।
এর আগে এসেক্সের হয়ে শেষবার কাউন্টিতে অভিষেক ম্যাচেই শতরানের নজির গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২০০৯-এ গ্ল্যামারগনের বিরুদ্ধে তিনি ১৮১ রান করেছিলেন।
কাউন্টিতে অভিষেক ম্যাচেই শতরান মুরলী বিজয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
13 Sep 2018 09:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -