নয়াদিল্লি: বারবার দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হওয়া নিয়ে তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থকে কড়া বার্তা দিলেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছেন, ‘ত্রিনিদাদে প্রথম বলেই ও যে শট খেলেছিল, সেটা হতাশাজনক। ও একাধিকবার এই ধরনের শট খেলার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গিয়েছে। প্রতিভা থাক বা না থাক, বারবার একই ভুল করে দলকে ডোবালে ওকে এবার তিরস্কারের মুখে পড়তে হবে। যে পরিস্থিতিতে উইকেটের অন্য প্রান্তে অধিনায়ক আছে, সেই সময় শুধু নিজেই আউট হয়ে যাচ্ছে না, দলকেও ডোবাচ্ছে পন্থ। রান তাড়া করার সময় যখন পরিস্থিতি বুঝে দায়িত্ব নিয়ে ব্যাটিং করা উচিত, তখনই আউট হয়ে যাচ্ছে ও।’


আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই চাপের মুখে বারবার আউট হয়ে গিয়েছেন পন্থ। তিনি যেভাবে খারাপ শট খেলে আউট হয়েছেন, তার সমালোচনা করেছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। এবার টিম ম্যানেজমেন্টও বুঝিয়ে দিল, পন্থের এই মনোভাব আর বরদাস্ত করা হবে না। শাস্ত্রী আশাপ্রকাশ করেছেন, এই তরুণ ক্রিকেটার শট নির্বাচনের বিষয়ে সতর্ক হবেন। সেটা হলেই তিনি সাফল্য পাবেন। তখন আর তাঁকে থামানো যাবে না।