কলকাতা: সারদাকাণ্ডে রাজীব কুমারের সন্ধান পেতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশকে সামনে রেখে রাজ্য প্রশাসন ও ডিজি-র কোর্টে বল ঠেলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজীব কুমারের খোঁজে গতকাল নবান্নে যান সিবিআই অফিসাররা। ডিজিকে দেওয়া হয় জোড়া চিঠি।


সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, আজই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা, তাঁকে দুপুরের মধ্যে সিজিওতে হাজির করা হোক। সিবিআই সূত্রে দাবি, রাজীব কুমার নির্দিষ্ট সময়ে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা নিয়েও আইনজীবীর পরামর্শ নিচ্ছেন তদন্তকারীরা। পাশাপাশি, সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তবের নিজাম প্যালেসের নিরাপত্তায় আরও ১ কোম্পানি সিআরপিএফ পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।