লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে অনন্য নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটসম্যান শেফালি বর্মা। অভিষেক টেস্ট ম্যাচেই তিনি জোড়া হাফসেঞ্চুরি করলেন। বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে শেফালি এই কৃতিত্ব গড়লেন। ইংল্যান্ডের ব্রিস্টলের এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন শেফালি। এতদিন এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার জেসিকা লুই জোনাসেনের দখলে। তিনি যখন টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। তিনিও ইংল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। শেফালি এবং জোনাসেন ছাড়াও শ্রীলঙ্কার ভানেসা বাওয়েন এবং ইংল্যান্ডের লেসলি কুক অভিষেক টেস্ট ম্যাচের জোড়া ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। তবে শেফালি সর্বকনিষ্ঠ হিসাবে এই নজির গড়লেন।



দিনের শুরুতে ২৩১ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। ফলো অন করে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ৮৩/১। ৫৫ রান করে ক্রিজে রয়েছেন শেফালি। এদিন বৃষ্টির জন্য ভারত-নিউজ়িল্যান্ড ফাইনালে একটি বলও খেলা হয়নি। তবে ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর জানিয়ে যান, মহিলা ক্রিকেট দলের খেলা দেখেছেন বিরাট কোহলিরা। এবং শেফালি বর্মার খেলা দেখে তাঁর বীরেন্দ্র সহবাগকে মনে পড়ছে। যেরকম ভয়ডরহীন ব্যাটিং করছেন শেফালি। শ্রীধর বলেছেন, 'শেফালিকে দেখে বীরুকে মনে পড়ে যাচ্ছে।'

বীরেন্দ্র সহবাগ নিজেও শেফালির ব্যাটিং দেখে মুগ্ধ। তিনি ট্যুইট করেছেন, 'বৃষ্টিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের খেলা পণ্ড হয়ে গেল। তবে শেফালি বর্মার ব্যাটিং উপভোগ করলাম। ভয়ডরহীন ব্যাটিং করছে।'


অভিষেক টেস্টে খেলতে নেমেই একের পর এক কীর্তি গড়লেন শেফালি বর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৯৬ রান করেন শেফালি। তিনিই হলেন অভিষেক টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় মহিলা ক্রিকেটার। তাঁর আগে ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে টেস্ট অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার নজির ছিল চন্দ্রকান্তা কউলের। তিনি অভিষেক টেস্টে ৭৫ রান করেছিলেন।