কলকাতা: বাংলার সিনিয়র মহিলা ক্রিকেট দলের কোচ হিসাবে নিযুক্ত হলেন শিবশঙ্কর পাল। আসন্ন ঘরোয়া ক্রিকেটের মরসুমে ঝুলন গোস্বামীদের দায়িত্বে দেখা যাবে প্রাক্তন পেসারকে।
বুধবার বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি থেকে শিবশঙ্করের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করা হল। গত মরসুমে মিজোরামের অনূর্ধ্ব ২৩ পুরুষ দলের দায়িত্ব সামলেছিলেন শিবশঙ্কর। নতুন দায়িত্ব পেয়ে প্রাক্তন পেসার বলেছেন, 'আমার কাছে এটা ঘরে ফেরার সমান। নতুন দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও যুগ্ম-সচিব অভিষেক ডালমিয়া প্রস্তাব দেওয়ার পর তাই দুবার ভাবিনি। চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে রয়েছি।'
আত্মবিশ্বাসী শিবশঙ্কর যোগ করেছেন, 'বাংলায় অনেক প্রতিভাবান মহিলা ক্রিকেটার রয়েছে। তার ওপর ঝুলন গোস্বামীর মতো অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি আমার কাজটা অনেক সহজ করে দেবে। কোচ হিসাবে নিজের সেরাটা দেব আর দলের থেকে সেরাটা বার করে আনব। বাংলা মহিলা দল সম্প্রতি ভাল খেলছে। আমার কাজ সেটাকেই আরও এগিয়ে নিয়ে যাওয়া।'
সিএবি-র যুগ্ম-সচিব অভিষেক ডালমিয়া বলেছেন, 'পুরুষ দলের মতো আমরা মহিলা ক্রিকেট দলকেও সবরকম সুযোগসুবিধা দিতে চাই। শিবশঙ্কর পালের অভিজ্ঞতা বাংলার কাজে লাগবে।'
রাজ্য দলে ঝুলনদের কোচ শিবশঙ্কর পাল, বাংলার সিনিয়র মহিলা দল নিয়ে আত্মবিশ্বাসী প্রাক্তন পেসার
Web Desk, ABP Ananda
Updated at:
14 Aug 2019 11:43 PM (IST)
গত মরসুমে মিজোরামের অনূর্ধ্ব ২৩ পুরুষ দলকে প্রশিক্ষণ দিয়েছিলেন শিবশঙ্কর
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -