গায়ানা: টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজও কব্জা করতে মরিয়া বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেই মতো পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার গুয়ানার প্রভিডেন্স ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এরপর অনুষ্ঠিত হবে আরও ২টি ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রাখতে ইতিমধ্যেই ব্যাটিং লাইন আপ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় শিবির। চোট সারিয় দলে ফিরেছেন শিখর ধবন। সেক্ষেত্রে বিশ্বকাপের রোহিত-রাহুল জুটি ভেঙে ভারত ফিরবে রোহিত-শিখর জুটিতেই। আর সেটা হওয়ার কারণেই চার নম্বর জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে কে এল রাহুলের।
দলে মণীশ পান্ডে ও শ্রেয়স আইয়ারকে আরও বেশি সুযোগ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে একদিনের সিরিজে হয়ত বিশ্রাম পাবেন ভুবনেশ্বর কুমার। তিনি গত এক সপ্তাহে ফ্লোরিডা ও গায়ানায় পরপর ৩টি টি-টোয়েন্টিই খেলেছেন। সেক্ষেত্রে ভারতীয় শিবিরের বোলিং আক্রমণে দেখা যাবে মহম্মদ শামিকে। সঙ্গে থাকবেন তরুণ পেস বোলার নভদীপ সাইনিও।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), শিখর ধবন, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, কেদার যাদব, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নভদীপ সাইনি