ম্যাঞ্চেস্টার: বাঁ হাতের বুড়ো আঙুলের চোট না সারায় চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তাঁর বদলে ইতিমধ্যেই ভারতীয় দলে যোগ দিয়েছেন ঋষভ পন্থ। তিনিই এবার পাকাপাকিভাবে ধবনের বদলি হচ্ছেন।

ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেললেও, সেদিনই নাথান কুল্টার নাইলের বলে চোট পান ধবন। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরে। সেই চোটের কারণেই চলতি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না এই ব্যাটসম্যানের। বিসিসিআই সূত্রে খবর, ৩০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও খেলার সম্ভাবনা নেই ধবনের। তাঁর চোট সারতে অনেকটা সময় লাগবে। সেই কারণেই তাঁকে বাদ দিয়েই বাকি ম্যাচগুলি খেলার জন্য তৈরি হচ্ছে ভারতীয় দল।

ভারতের বিশ্বকাপ দল থেকে ঋষভের বাদ পড়া নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। তবে শেষপর্যন্ত ধবনের চোট ঋষভকে বিশ্বকাপ খেলার সুযোগ এনে দিল। সুনীল গাওস্কর এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধবনের বদলি হিসেবে ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন। তাঁর আশা পূরণ হল।