বেঙ্গালুরু: ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ভারতীয় ওপেনার শিখর ধবন। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এক্স-রে করাতে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে, বাকি ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা। বিসিসিআইয়ের এই বিবৃতির পর এখনও পর্যন্ত শিখরকে দেখা যায়নি। এমনকি তিনি ওপেন করতেও আসেননি। তাঁর পরিবর্তে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন কেএল রাহুল।





রাজকোটে ব্যাটিং করার সময়ও প্যাট কামিন্সের ডেলিভারিতে চোট পেয়েছিলেন শিখর। পাঁজরে চোট লেগেছিল তাঁর। রবিবার অ্যারন ফিঞ্চের শটে রান বাঁচাতে গিয়ে শরীর ছুড়ে দেন শিখর। তখনই বাঁ কাঁধে চোট পান তিনি। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল এই ওপেনারকে। নাথান কটলার-নাইলের বলে চোট পেয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে গিয়েছিলেন শিখর। এবারও তেমনই আশঙ্কা।


উল্লেখ্য, বিগত ২ ম্যাচেই ব্যাটে রান পেয়েছেন শিখর। শতরান হাতছাড়া হলেও দলের জয়ে যোগদান রয়েছে তাঁর। বেঙ্গালুরুতে সিরিজ ফয়সলার ম্যাচে শিখরের চোট স্বাভাবিক ভাবেই চিন্তায় ফেলেছে ভারতীয় শিবিরকে। রাহুল ওপেন করেছেন ঠিকই, তবে বড় রান পাননি। ২৮৭ রানের লক্ষ্যে ভারত শতরানের গণ্ডি টপকেছে, তবে হারিয়েছে রাহুলের উইকেট। শতরান করেছেন রোহিত। ক্রিজে আছেন অধিনায়ক বিরাট কোহলি।