নয়াদিল্লি: টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকেই ভারতীয় দলের জন্য উপযুক্ত কম্বিনেশন ঠিক করে নেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। এমনই মনে করেন প্রাক্তন ক্রিকেটার ও প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বাঁ হাতি ওপেনার শিখর ধবনকে নিয়ে একেবারেই খুশি নন। তাঁর মতে, ধবনের বদলে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো উচিত লোকেশ রাহুলকে।
একটি সংবাদমাধ্যমে নিজের কলমে শ্রীকান্ত লিখেছেন, ‘দিল্লিতে ভারতের হারে আতঙ্কিত হয়ে হাঁটু কেঁপে যাওয়া উচিত নয়। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। সেরা দল মাঠে না নামালে প্রশিক্ষণের অঙ্গ হিসেবে মহড়ার বিষয়টি মানা যায়। কিন্তু টিম ম্যানেজমেন্টকে দ্রুত কম্বিনেশন ঠিক করে নিতে হবে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে অনেকবার ভারতীয় দল পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছে। রোহিত শর্মা দ্রুত রান তোলে, কিন্তু শিখর ধবন প্রয়োজনের সময় দ্রুত রান তুলতে ব্যর্থ হয়। ফলে সমস্যায় পড়ছে দল। ধবনের মানসিকতা দেখে আমি হতবাক। সিনিয়র খেলোয়াড় হওয়া সত্ত্বেও ও স্বাভাবিক খেলা খেলতে পারছে না। এর ফল ভুগতে হচ্ছে দলকে। আমার মতে টি-২০ ফর্ম্যাটে রোহিতের সঙ্গে কে এল রাহুলকে ওপেনার হিসেবে খেলানো উচিত। সেক্ষেত্রে পাওয়ার প্লে-র সময় দু’ জন বিস্ফোরক ব্যাটসম্যান একসঙ্গে থাকবেন।’
ধবনের সমালোচনা করলেও, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন শ্রীকান্ত। তিনি লিখেছেন, ‘বিরাট কোহলি যখন তিন নম্বরে ব্যাটিং করছে, তখন আমার মতে ঋষভ পন্থকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। ব্যাটসম্যানরা যদি নিজেদের ভূমিকার বিষয়ে আশ্বস্ত হয়ে যায়, তাহলে বিশ্বকাপে ভারত নিশ্চিতভাবেই ভাল খেলবে। টেস্টে পন্থের বদলে ঋদ্ধিমান সাহার সুযোগ পাওয়ার পিছনে যুক্তি আছে। কিন্তু সাদা বলের ক্রিকেটে পন্থকেই সবার আগে সুযোগ দেওয়া উচিত। ওর সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির তুলনা বন্ধ হওয়া উচিত। এতে পন্থের কোনও লাভ হচ্ছে না। ধোনির মতো খেলোয়াড় একটি প্রজন্মে একবারই আসে।’
ধবনের মানসিকতা দেখে আমি হতবাক, রোহিতের সঙ্গে ওপেন করুক রাহুল, মত শ্রীকান্তের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Nov 2019 06:58 PM (IST)
ধবনের সমালোচনা করলেও, তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন শ্রীকান্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -