কার্ডিফ: গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে ভারতের ওপেনার শিখর ধবন রান আউট হয়ে যান।এই আউট নিয়েই সোশ্যাল মিডিয়ায় ধবনকে নিয়ে হাসিঠাট্টা। আসলে তাঁর আউট হওয়ার ধরনটা কিছুটা অদ্ভূত।



ভারতের ইনিংসের পঞ্চম ওভারে ঘটনাটি ঘটে। লিয়ান প্লুঙ্কেটের বল ধবনের বাম কনুইতে লাগে। এরফলে এমনতেই অস্বস্তিতে ছিলেন ধবন। এরপরও তিনি নন স্টাইকার কে এল রাহুলের ডাকে সাড়া দিয়ে একটা রান নিতে দৌড়ন। আর দৌড়োনোর সময় ব্যাট বাঁ হাত থেকে ডান হাতে নেওয়ার চেষ্টা করেন।এটা যে ভুল করলেন, তা সঙ্গে সঙ্গেই প্রমাণ হয়ে গেল। ক্রিজের মাত্র কয়েক ইঞ্চি আগে ব্যাট তাঁর হাত থেকে পড়ে গেল। তিনি ক্রিজে পৌঁছনোর আগেই ইংল্যান্ডের ইয়োন মর্গ্যান উইকেট ভেঙে দেন।
মাত্র ১০ রান করে আউট হন তিনি।
এরপর এই ঘটনায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসিঠাট্টা শুরু হয়।