মুম্বই: এশিয়ান গেমসের (Asian Games 2023) আগে ভারতীয় শিবিরে চোট বাধা। ছিটকে গেলেন শিভম মাভি। (Shivam Mavi) চিনের হাংঝৌতে এবার আয়োজিত হতে চলেছে এশিয়ান গেমস। প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নিতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। তবে প্রথমসারির দল নয়। দ্বিতীয় সারির দল এবার এশিয়ান গেমসে পাঠানো হচ্ছে। কিন্তু টুর্নামেন্টের আগেই চোট পেয়ে ছিটকে গেলেন শিভম মাভি। এখনও পর্যন্ত ঠিক কী হয়েছে মাভির, তা জানা যায়নি। তবে সূত্রের খবর, বিসিসিআইয়ের সিনিয়র নির্বাচক কমিটির তরফে প্রথমে ভাবা হয়েছিল যশ ঠাকুরের কথা। কিন্তু পরে জানা যায় যে ঠাকুরেরও চোট রয়েছে পিঠে। এরপরই উমরান মালিকের (Umran Malik) বিষয় ভাবনাচিন্তা করা হয়। সেক্ষেত্রে হয়ত মাভির চোট ভাগ্য খুলে দেবে উমরানের।


রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে এবারের এশিয়ান গেমসে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। চিনে উড়ে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্যাম্প হবে একটি। ২ সপ্তাহের এই ক্যাম্পটির তত্ত্বাবধানে থাকবেন ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।


নির্বাচিত ভারতীয় দলরুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিংহ, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভশিমরন সিংহ (উইকেটকিপার)।


স্ট্যান্ড বাই: যশ ঠাকুর, সাই কিশোর, বেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।


২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে ক্রিকেটের লড়াই। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে ক্রিকেটের দ্বৈরথ।


এশিয়ান গেমস নিয়ে রুতুরাজ বলেছেন, 'এটা আমাদের কাছে বিরাট এক সুযোগ। আমরা এমন ক্রিকেট খেলব যে, দেশের সকলে গর্বিত হবেন। এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা এবং পদক জেতা আমাদের কাছে বিরাট এক অনুপ্রেরণা হতে যাচ্ছে।' যোগ করেছেন, 'ছোট থেকে টিভিতে এটা দেখে বড় হয়েছি যে, অ্যাথলিটরা দেশের হয়ে পদক জিতছেন। সেই সুযোগ এবার আমরা পাচ্ছি, এটা দারুণ একটা মুহূর্ত।'


দায়িত্ব পেয়ে উত্তেজনায় ফুটছেন রুতুরাজ। জানিয়ে দিয়েছেন, ভারতকে সোনা জিতিয়ে পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া তাঁর স্বপ্ন। ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে রুতুরাজ বলেছেন, 'আমার স্বপ্ন হল সোনা জেতা, পোডিয়ামে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়া।'


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ দেখেই বুঝেছিলাম ওয়ালালাগে ভারতের বিরুদ্ধেও ভাল পারফর্ম করবে: শনাকা