করাচি: দক্ষিণ আফ্রিকার পেসার অ্যান্ডিল ফেলুকওয়ায়োকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষী মন্তব্য করার জন্য ভুলস্বীকার করে নিলেও, তাঁর সমালোচনায় করায় পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারকে পাল্টা আক্রমণ করলেন সরফরাজ আহমেদ। কয়েকদিন আগেই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে সরফরাজের সমালোচনা করে শোয়েব বলেন, ‘একজন পাকিস্তানি হিসেবে এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমার মনে হয়, উত্তেজনার মুহূর্তে সরফরাজ এটা করে ফেলেছে। ওর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।’ এর পাল্টা সরফরাজ বলেছেন, ‘তিনি (শোয়েব) আমার সমালোচনা করছেন না, ব্যক্তিগত আক্রমণ করছেন। তিনি যা বলেছেন, তার সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই।’
সরফরাজ আরও বলেছেন, ‘আমি ভুলস্বীকার করে নিচ্ছি এবং সাজা মেনে নিচ্ছি। এই বিষয়টি ঠিকভাবে মোকাবিলা করায় পিসিবি-কে ধন্যবাদ জানাচ্ছি। আমি নিজেকে উন্নত করব। ভবিষ্যতে পারফরম্যান্সও উন্নত করব। পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ জানাই।’
পিসিবি তাঁকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফেরত পাঠালেও, তাতে হতাশ নন সরফরাজ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘পিসিবি-র এই সিদ্ধান্ত নিয়ে আমার কোনও সমস্যা নেই। এতে আমি বিশ্রামের সুযোগ পাব এবং আসন্ন পাকিস্তান সুপার লিগের জন্য প্রস্তুতি নিতে পারব। পাঁচ মাস ধরে টানা খেলে চলেছি। তাই বিশ্রাম পেয়ে ভালই হল।’