নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার নিয়মিত বাজেট পেশ করবে বলে যে খবর প্রকাশিত হয়, তা অস্বীকার করল অর্থমন্ত্রক। জানানো হয়েছে, অন্তর্বর্তী বাজেটই পেশ করা হবে। রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, অসুস্থ অরুণ জেটলির বদলে অর্থমন্ত্রকের দায়িত্ব পাওয়া পীযূষ গয়ালই এবারের বাজেট পেশ করবেন।

লোকসভা নির্বাচনের আগে সাধারণত নিয়মিত বাজেট পেশ করা হয় না। এর বদলে অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়, যা ‘ভোট অন অ্যাকাউন্ট’ নামে পরিচিত। তবে এবার নিয়মিত বাজেট পেশ করা হবে বলে খবর প্রকাশিত হয়। আরও জানা যায়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে, এবারের বাজেটকে নিয়মিত বাজেট বলেই উল্লেখ করতে হবে। অন্তর্বর্তী বাজেট বলা যাবে না। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস। সরকার যদি রীতি ভেঙে নিয়মিত বাজেট পেশ করার চেষ্টা করে, তাহলে সংসদে এর বিরোধিতা করা হবে বলে জানান কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। তবে সরকার নিয়মিত বাজেট পেশের খবর অস্বীকার করল।