নিজেকে ‘ক্রিকেটের ডন’ বললেন শোয়েব আখতার, সচিনের কথা মনে করিয়ে খোঁচা অনুরাগীরা
একটি ছবি শেয়ার করে একজন লিখেছেন, ‘এটা কোনও টি ২০ ম্যাচ নয়। আর এক কৃতিত্ব সচিনের’।
বিপ্লব নামের এক ট্রোলার লিখেছেন, ‘আপনি ভালো খেলোয়াড়। কিন্তু বরাবরই আপনি নিজের পিঠ চাপড়েছেন’।
এই ট্যুইটের জবাবে এক অনুরাগী ২০০৩-র ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আপনি এই ইনিংস কীভাবে ভুলে গেলেন। এই ইনিংসে সচিন আপনার বলে পিটিয়ে রান করেছিলেন’।
শোয়েব তাঁর ট্যুইটে লিখেছেন, ‘যেমন আমাকে লোকে আমাকে ডন অফ ক্রিকেট বলত, কিন্তু আমার কাউকে আঘাত দেওয়াটা পছন্দ করতাম না। সেইসঙ্গে এটাও বলতে চাই যে, দেশ ও সারা বিশ্বের লোকেদের ভালোবাসার জন্য খেলেছি’।
ক্রিকেট অনুরাগীদের অনেকেই শোয়েবকে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের কথা মনে করিয়ে দিয়েছেন। তাঁরা জানতে চেয়েছেন, 'আপনি কি সচিনকে ভুলে গেলেন নাকি?'
শোয়েব তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্যুইট করে নিজেকেই ‘ক্রিকেটের ডন’ বলে মন্তব্য করেছেন। আর এরপরই ক্রিকেট অনুরাগীরা কটাক্ষ, বিদ্রুপে বিঁধেছেন তাঁকে।
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় তাঁর এক পোস্ট ঘিরে বিদ্রুপের মুখে পড়েছেন।