রাওয়ালপিন্ডি: বিশ্বকাপে পরপর তিন ম্যাচ হেরে ইতিমধ্যেই খাদের কিনারে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা। আর একটা ম্যাচ হারলেই কার্যত ছুটি হয়ে যেতে পারে প্রোটিয়াদের। তার ওপর চোট আঘাতে একের পর এক ধাক্কা খাচ্ছে তাঁরা। কাঁধের চোটের কারণে বিলেত থেকে একেবারে ছুটি হয়ে গিয়েছে স্পিডস্টার ডেল স্টেইনের। চোট পেয়েছেন তরুণ পেস বোলার লুঙ্গি এনগিড়িও। ফিল্ডিং, ব্যাটিংয়েও ধরাশায়ী অবস্থা। দিশেহারা অধিনায়ক ডুপ্লেসি সাফল্যের চাবি হাতরে বেরাচ্ছেন। ইংল্যান্ড, বাংলাদেশ, ভারতের কাছে পরপর হারের পর দলের মনোবল যখন তলানিতে, তখনই সামনে এসেছে ডিভিলিয়ার্সের বিশ্বকাপ খেলতে চেয়ে  বোর্ডের কাছে আবেদনের খবর। যা নাকচ করে দিয়েছে আফ্রিকার ক্রিকেট বোর্ড।


দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়েছে, এবিডি-কে বিশ্বকাপ দলে সামিল না করায় তাদের কোনও অনুশোচনা নেই। এই পরিস্থিতিতে ডিভিলিয়ার্সের সমালোচনায় সরব হলেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। শোয়েব আখতার তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, এবিডি দেশের বদলে অর্থকে প্রাধান্য দিয়েছে। এখন ফিরে আসার কথা বলা অর্থহীন। প্রোটিয়া তারকাকে একহাত নিয়ে শোয়েব বলেন, “ডিভিলিয়ার্সের ওপর চাপ তৈরি হয়েছিল। তাঁকে আইপিএল এবং পাকিস্তান ক্রিকেট লিগের বদলে দেশকে সময় দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। বরং দেশের বদলে অর্থকেই সর্বাধিকার দিয়েছে ডিভিলিয়ার্স।”



আরও একধাপ এগিয় শোয়েব আরও বলেন, বিশ্বকাপ চলাকালীন এবিডি যে বিবৃতি দিয়েছে, তা কেবল মাত্র শিরোনাম হওয়ার জন্যই করেছেন। চর্চায় থাকার জন্য করেছেন। তাঁর কথায়, “সম্প্রতি এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন, ও বিশ্বকাপ খেলতে চেয়েছিল। যখন দক্ষিণ আফ্রিকাই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে, তখন এসব বলার অর্থ কী?” পাক পেস বোলারের মতে, ২০১৯ বিশ্বকাপ, ২০২০-তে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আগেই এবিডি যখন অবসর ঘোষণা করেছেন, তখন নিশ্চয়ই অর্থের বিষয়টি ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।