ইসলামাবাদ: পাকিস্তানের সীমিত ওভার ম্যাচের অধিনায়ক বাবর আজমের সমালোচনায় সরব হলেন প্রাক্তন পাক-পেসার শোয়েব আখতার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে পাকিস্তান টিম ভাল রান করলেও আজমের দিশাহীনতার জন্য ম্যাচ হারতে হয়েছিল বলে মন্তব্য করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। বাবর আজমকে 'লস্ট কাউ' বলে আক্রমণ করেছেন শোয়েব।
সম্প্রতি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ১৯৬ রানের টার্গেট রাখে পাক দল। রান তাড়া করতে নেমে ইংল্যন্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ৬৬ রান করেন। ডেভিড মালান ৫৪ রান তোলেন। দুই জনের এই ঝোড়ো ইনিংস পাঁচ উইকেটে জয় এনে দেয় ইংল্যান্ডকে।
এই ম্যাচের উল্লেখ করে বাবর আজমের সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তন পেসার। একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ’’আমার মতে বাবর আজম হল "ছাড়া গরু"। ও জানেই না কী করতে হবে। অধিনায়ক হিসেবে ওকে একাই সিদ্ধান্ত নিতে হবে যাতে ও ভবিষ্যতে একজন ভাল অধিনায়ক হয়ে উঠতে পারে। বাবরকে এটা বুঝতে হবে, আজ যে সুযোগ আসছে, সেটা যে সারাজীবন থাকবে তা তো নয়। এই সুযোগের সদ্বব্যবহার করে সেরাটা বার করে আনতে হবে।‘‘
বাবর আজমের দিশাহীনতার জন্য পাকিস্তান দলটির এমন অবস্থা বলে মনে করেন শোয়েব আখতার। তাঁর কথায়, ’’পাকিস্তানের প্রতিটি ক্রিকেটার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা কেউই জানে না, তারা একজন ভাল অধিনায়ক হতে চায় নাকি ভাল ব্র্যান্ড হয়ে উঠতে চায়। দ্বিধাভরা ম্যানেজমেন্ট, দ্বিধাগ্রস্ত বাছাই, দ্বিধাপূর্ণ অধিনায়ক-দল...সবটাতেই দ্বিধা জড়িয়ে রয়েছে। এটা একটা দলের চেহারা হতে পারে না। তাদের পরিকল্পনা করা উচিত এবং সেই পরিকল্পনামাফিক চলা উচিত।‘‘