ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট দলে ধর্মের ভিত্তিতে ভেদাভেদের চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তাঁর এই দাবি সম্পর্কে প্রতিক্রিয়া জানালেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। আখতার বলেছিলেন যে, দলের হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া ধর্ম বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার হয়েছিলেন। এই বৈষম্যের বিষয়টি তুলে ধরার জন্য আখতারের সাহসী অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন কানেরিয়া। তিনি জানিয়েছেন, আখতার যা বলেছেন তা সর্বৈব সত্য। সংবাদসংস্থাকে কানেরিয়া বলেছেন, তিনি (শোয়েব আখতার)সত্যি কথা বলেছেন। আমি হিন্দু হওয়ায় যাঁরা আমার সঙ্গে কথা বলতেন না সেই প্লেয়ারদের নাম আমি জানাব। এর আগে এটা বলার সাহস আমার ছিল না। কিন্তু এখন তা জানাব।



 

হিন্দু বলে পাক ক্রিকেট টিমে কানেরিয়ার প্রতি বৈষম্য, অন্যায় আচরণ করা হয়েছে, দাবি শোয়েবের

আখতার একটি চ্যাট শো-তে জানিয়েছিলেন যে, ধর্মবিশ্বাসের কারণে কানেরিয়ার সঙ্গে পাক দলের সহ খেলোয়াড়রা অন্যায় আচরণ করেছিল।
পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার কানেরিয়া। অনিল দলপতের পর দ্বিতীয় হিন্দু হিসেবে তিনি পাক ক্রিকেট দলে খেলেছিলেন। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২৬১। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৫ উইকেট।
কানেরিয়া বলেছেন, শোয়েব আখতার মুখ খোলার পর দলের যে খেলোয়াড়রা তাঁর সঙ্গে কথা বলতেন না, তাঁদের নাম তিনি জানাবেন। কানেরিয়া আরও বলেছেন, ইউসুস খান, ইনজামাম উল হক, মহম্মদ ইউনিস ও শোয়েব আখতারের মতো খেলোয়াড়রা তাঁর সঙ্গে একেবারে স্বাভাবিক ব্যবহারই করতেন।