হিন্দু বলে পাক ক্রিকেট টিমে কানেরিয়ার প্রতি বৈষম্য, অন্যায় আচরণ করা হয়েছে, দাবি শোয়েবের
আখতার একটি চ্যাট শো-তে জানিয়েছিলেন যে, ধর্মবিশ্বাসের কারণে কানেরিয়ার সঙ্গে পাক দলের সহ খেলোয়াড়রা অন্যায় আচরণ করেছিল।
পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে চতুর্থ সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার কানেরিয়া। অনিল দলপতের পর দ্বিতীয় হিন্দু হিসেবে তিনি পাক ক্রিকেট দলে খেলেছিলেন। টেস্টে তাঁর উইকেট সংখ্যা ২৬১। একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ১৫ উইকেট।
কানেরিয়া বলেছেন, শোয়েব আখতার মুখ খোলার পর দলের যে খেলোয়াড়রা তাঁর সঙ্গে কথা বলতেন না, তাঁদের নাম তিনি জানাবেন। কানেরিয়া আরও বলেছেন, ইউসুস খান, ইনজামাম উল হক, মহম্মদ ইউনিস ও শোয়েব আখতারের মতো খেলোয়াড়রা তাঁর সঙ্গে একেবারে স্বাভাবিক ব্যবহারই করতেন।