নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দলের অনুরাগীদের নিশানায় এবার দলের প্রাক্তন তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার।টি ২০ ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে জয়ের পর পাকিস্তানি দলকে অভিনন্দন জানান শোয়েব। সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জেতায় ভারতীয় দলকেও অভিনন্দন জানান তিনি।
দুটি দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের শেষ ম্যাচে ভারতীয় ওপেনার রোহিত শর্মার শতরানের ইনিংসের ভূয়সী প্রশংসা করেন শোয়েব। আর এই কারণেই পাক দলের সমর্থকরা শোয়েবের সমালোচনায় মুখর হয়েছেন।
পাক সমর্থকরা বলতে চেয়েছেন যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ফকর জামান ৪৬ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এরপরও শোয়েবের ট্যুইটে ফকর জামানের প্রশংসা করা হয়নি। যে দিন ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারায় সেইদিনই ভারত টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয়। ভারতের সামনে জয়ের জন্য ১৯৯ রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড। রোহিত শর্মার সেঞ্চুরিতে ভর করে আট বল বাকি থাকতেই জয়ী হয় ভারত। নিউজিল্যান্ডের কলিন মুনরোর পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি ২০-তে তিনটি শতরানের মালিক হন রোহিত।