করাচি: তাঁর ক্রিকেট কেরিয়ারকেই বড়সড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল বিতর্কিত বোলিং অ্যাকশন। চাকিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেখান থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছিলেন শোয়েব আখতার। আর তাঁর এই প্রত্যাবর্তনের নেপথ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রয়াত প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। এ কথা জানিয়েছেন পাকিস্তানেরই প্রাক্তন এক বোর্ডকর্তা।
১৯৯৯ সালে আইসিসি জানিয়েছিল, শোয়েবের বোলিং অ্যাকশনে সমস্যা আছে। ওই সময় আইসিসির প্রেসিডেন্ট ছিলেন ডালমিয়া। সে সময় পাক বোর্ডের প্রধান ছিলেন তৌকির জিয়া। বৃহস্পতিবার এক পাক টিভি চ্যানেলকে জিয়া বলেন, ‘‘ওই সময় শোয়েব আখতারের বোলিং বিতর্কে জগমোহন ডালমিয়া আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আইসিসির সদস্যরা দাবি তুলেছিল, শোয়েবের বোলিং অ্যাকশন অবৈধ। কিন্তু আমার আর ডালমিয়ার বক্তব্যের সামনে ওরা মেনে নেয়, শোয়েবের ‘বোলিং আর্ম’-এ জন্মগত ত্রুটি রয়েছে।’’
প্রসঙ্গত, এশীয় ক্রিকেটারদের হয়ে বরাবরই লড়াই করেছেন প্রয়াত ডালমিয়া। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনকেও অ্যাকশনের জন্য সমস্যায় পড়তে হয়েছিল। তাঁর ক্ষেত্রেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ডালমিয়া।
ডালমিয়া পাশে না দাঁড়ালে শোয়েবের কেরিয়ার আগেই শেষ হয়ে যেত, মন্তব্য পাক বোর্ডের প্রাক্তন প্রধানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2020 05:33 PM (IST)
১৯৯৯ সালে আইসিসি জানিয়েছিল, শোয়েবের বোলিং অ্যাকশনে সমস্যা আছে। ওই সময় আইসিসির প্রেসিডেন্ট ছিলেন ডালমিয়া।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -