ছেলের সঙ্গে ‘ড্যাডি কুল’ গানের তালে ভাংড়া ধবনের, ভাইরাল হল ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Apr 2020 03:19 PM (IST)
কয়েকদিন আগে ধবন জানিয়েছিলেন, তিনি এই লকডাউনের ফাঁকে সঙ্গীত-প্রেম ঝালিয়ে নিচ্ছেন।
নয়াদিল্লি: সব কিছু ঠিকঠাক চললে এখন তাঁর সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে বিশ্বের সেরা বোলারদের গ্যালারিতে ওড়ানোর কথা। কিন্তু করোনা সংক্রমণের জেরে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছে। স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। তিনি, শিখর ধবন আপাতত স্বেচ্ছায় গৃহবন্দি। তবে সময় কাটানোর নানা মজার রাস্তা খুঁজে নিচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। কখনও তিনি স্ত্রী আয়েশার নির্দেশে ঘরকন্নার কাজ করার মজার ভিডিও পোস্ট করছেন, তো আবার কখনও ঘরের মধ্যেই খেলছেন ক্রিকেট। এবার পুত্র জোরাবরের সঙ্গে ‘ড্যাডি কুল’ গানের তালে ভাংড়া নাচলেন ধবন। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও। সাদা কুর্তা-পায়জামায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে বাঁহাতি ব্যাটসম্যানকে। অন্যদিকে জোরাবর পরেছিল সানগ্লাস। তার হেয়ারস্টাইলও দেখার মতো। ইনস্টাগ্রামে নিজেই সেই ভিডিওটি পোস্ট করেছেন ধবন। সঙ্গে লিখেছেন, ‘এরকম মস্তির মানুষ থাকলে জীবনে প্রচুর মজা হয়। সত্যি বলতে কী, বাপ-বেটা দুজনই কুল। খুদের নাচ আমার দারুণ লেগেছে।’ কয়েকদিন আগে ধবন জানিয়েছিলেন, তিনি এই লকডাউনের ফাঁকে সঙ্গীত-প্রেম ঝালিয়ে নিচ্ছেন।