তবে সময় কাটানোর নানা মজার রাস্তা খুঁজে নিচ্ছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার। কখনও তিনি স্ত্রী আয়েশার নির্দেশে ঘরকন্নার কাজ করার মজার ভিডিও পোস্ট করছেন, তো আবার কখনও ঘরের মধ্যেই খেলছেন ক্রিকেট।
এবার পুত্র জোরাবরের সঙ্গে ‘ড্যাডি কুল’ গানের তালে ভাংড়া নাচলেন ধবন। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও। সাদা কুর্তা-পায়জামায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে বাঁহাতি ব্যাটসম্যানকে। অন্যদিকে জোরাবর পরেছিল সানগ্লাস। তার হেয়ারস্টাইলও দেখার মতো।
ইনস্টাগ্রামে নিজেই সেই ভিডিওটি পোস্ট করেছেন ধবন। সঙ্গে লিখেছেন, ‘এরকম মস্তির মানুষ থাকলে জীবনে প্রচুর মজা হয়। সত্যি বলতে কী, বাপ-বেটা দুজনই কুল। খুদের নাচ আমার দারুণ লেগেছে।’
কয়েকদিন আগে ধবন জানিয়েছিলেন, তিনি এই লকডাউনের ফাঁকে সঙ্গীত-প্রেম ঝালিয়ে নিচ্ছেন।