মেলবোর্ন: চেক প্রজাতন্ত্রের পেত্রা কিটোভাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন জাপানের নাওমি ওসাকা। ২ ঘণ্টা ২৭ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাঁর পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৭/২), ৫-৭, ৬-৪। এই জয়ের পরেই বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন ওসাকা। তিনিই এশিয়ার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে এক নম্বর হলেন।

গত বছর ইউ এস ওপেন চ্যাম্পিয়ন হন ওসাকা। এরপর আজ তিনি টানা দু’বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। মার্টিনা হিঙ্গিসের পর সর্বকনিষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে পরপর দু’বার গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ওসাকা। ক্যারোলিন ওজনিয়াকির পর সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন জাপানের এই তারকা। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি আবেগ ধরে রাখতে পারেননি। ২১ বছরের এই খেলোয়াড় বলেছেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় আমি আগাগোড়া অভিভূত ছিলাম।’ অন্যদিকে, অপ্রত্যাশিত হারের পর হতাশ কিটোভা।