নয়াদিল্লি: রিও অলিম্পিকের শেষদিনে ৬৫ কেজি ফ্রিস্টাইল কুস্তির প্রথম রাউন্ডেই হেরে যাওয়ার পর বলিউড তারকা সলমন খানের ভক্তদের সমালোচনার মুখে পড়লেন যোগেশ্বর দত্ত। তাঁর উদ্দেশে ট্যুইটারে নানা ধরনের কটূ মন্তব্য করে চলেছেন সমলনের অনুরাগীরা। যোগেশ্বরের ভক্তরাও পাল্টা দিচ্ছেন। ট্যুইটারে চলছে তিক্ত বাদানুবাদ।

 

এবারের অলিম্পিকে ভারত মাত্র দুটি পদক পেলেও, যোগেশ্বরের উপর সমলনের ভক্তদের রাগের কারণ, বলিউডের বিতর্কিত নায়ককে অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত করার সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছিলেন যোগেশ্বর। তিনি বলেছিলেন, অলিম্পিক সলমনের ছবির প্রচারের জায়গা নয়। ক্রীড়াক্ষেত্রে সলমনের অবদান নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন অ্যাথলিট পিটি উষা, মিলখা সিংহদের অ্যাম্বাসাডার করার পক্ষে সওয়াল করেছিলেন যোগেশ্বর।  সেই কারণেই তাঁকে এখন সমলনের ভক্তদের আক্রমণের মুখে পড়তে হচ্ছে।


 

 

লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন যোগেশ্বর। এবারও তিনি পদক পাবেন বলে দেশবাসীর আশা ছিল। কিন্তু প্রথম রাউন্ডেই হেরে বিদায় নেন এই কুস্তিগির। এরপরেই তাঁর উদ্দেশে কটূক্তি শুরু করেন ‘ভাইজান’-এর অনুগত ভক্তরা।



 

যোগেশ্বরের ভক্তরা পাল্টা সলমনের সমালোচনা শুরু করেন। তাঁরা যোগেশ্বরের বিরুদ্ধে সলমনকে কুস্তি লড়ার আহ্বান জানিয়েছেন।



প্রাক্তন ক্রিকেট তারকা বীরেন্দ্র সহবাগও যোগেশ্বরের পাশে দাঁড়িয়েছেন।