বিশাখাপত্তনম: শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। সেই সঙ্গে শেষ হয়ে গিয়েছে চলতি আইপিএলে রিকি পন্টিং-সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশিক্ষণাধীন দলের অভিযান। অষ্টমবারের জন্য ফাইনালে পৌঁছেছে সিএসকে। হারের পর দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়ার দুষলেন দলের ব্যাটিং ব্যর্থতাকে।


ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রেয়স বলেন, 'আমাদের ইনিংসের শুরুটা খুব হতাশাজনক হয়েছিল। পাওয়ার প্লে-র মধ্যে দুই উইকেট হারাতে হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন ছিল। ওদের দলে কিছু অসাধারণ স্পিনার রয়েছে। একটা সেশনে আমরা বেশ ভাল খেলি। যদিও ব্যাটসম্যানদের কেউই ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিতে পারেনি। কোনও পার্টনারশিপই তৈরি হয়নি। আমাদের কাছে ব্যাপারটা হতাশাজনক। তবে শিক্ষণীয়।'

অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট পেলেও ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় এবার দারুণ কিছু করতে পারেনি দিল্লি। শ্রেয়স বলেছেন, 'দিল্লির পিচ নিয়েও ভাবা উচিত। অভিযোগ করা ঠিক নয়। তবে ঘরের মাঠে আমরা বেশি জিততে পারিনি। মন্থর পিচে খুব বেশি প্রস্তুতি নিয়েছি। তবে পেশাদার হিসাবে পিচ নিয়ে অভিযোগ করা যায় না।'

আইপিএলে তাঁরা অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। 'এম এস ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়রদের দলকে নেতৃত্ব দিতে দেখে অনেক কিছু শিখেছি। টসের সময় ওদের সঙ্গে এক সারিতে দাঁড়ানোটা আমার কাছে গর্বের মুহূর্ত। ওরা আমার সঙ্গে কথা বলেছে, নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। অসাধারণ অভিজ্ঞতা সেটা,' বলেছেন শ্রেয়স। যোগ করেছেন, 'রোহিত এবং অনেককেই বলতে শুনেছি যে, নেতৃত্ব দেওয়াটা কী কঠিন কাজ! এবার উপলব্ধি করলাম, সত্যিই কাজটা সহজ নয়। তবে দলকে নিয়ে আমি গর্বিত। পরিবার হিসাবে যেভাবে গুছিয়ে নিয়েছিলাম, সেটা আমার ভীষণ ভাল লেগেছে। কোচ এবং সাপোর্ট স্টাফরা দারুণ। আমাদের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে। এবার বেড়ে ওঠার সময়। পরের মরসুমেই সেটার প্রতিফলন দেখা যাবে।'