হ্যামিলটন: রোহিত শর্মা চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তিনি জানালেন, খেলার সুযোগ পেলে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি টেস্ট সিরিজের জন্য তৈরি। আমার যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস হয়েছে। ভারতীয় এ দলের হয়েও খেলেছি। ফলে সমস্যা হবে না।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে কাফ মাসলে চোট পান রোহিত। ফলে তিনি একদিনের সিরিজে খেলতে পারেননি। টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। তাঁর বদলে দলে আসা শুভমান নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে বেসরকারি টেস্ট সিরিজের পাঁচটি ম্যাচে ৫২৭ রান করেন। একটি ইনিংসে তিনি ২০৪ রানে অপরাজিত ছিলেন। ফলে তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় শিবির।

এই সিরিজ সম্পর্কে শুভমান বলেছেন, ‘নিউজিল্যান্ডে খেলার সময় বাতাসের গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা মাথায় রেখে ফিল্ডিং সাজানো হয়, বোলাররা বোলিং করেন। ইংল্যান্ডে বল অনেক বেশি স্যুইং করে এবং উইকেট থেকে মুভমেন্ট পাওয়া যায়। ইংল্যান্ডে ব্যাটসম্যানদের পক্ষে সিমারদের মোকাবিলা করা অনেক বেশি কঠিন। ওপেন করতে নামলে নতুন বল সামাল দিতেই হবে। যে কোনও জায়গাতেই নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং করা কঠিন। আমি রাজ্য দলের হয়ে ওপেন করেছি। তার ফলে সুবিধা হচ্ছে। ওপেন করা আমার কাছে নতুন কিছু নয়।’

রোহিত না থাকলেও, ভারতীয় দলে কে এল রাহুল, পৃথ্বী শ, ময়ঙ্ক অগ্রবাল আছেন। ফলে ওপেনার হিসেবে খেলার সুযোগ নাও পেতে পারেন শুভমান। তাঁকে মিডল অর্ডারে সুযোগ দেওয়া হতে পারে। এ বিষয়ে এই তরুণ বলেছেন, ‘চার নম্বরে ব্যাটিং করতে নামা মানে ততক্ষণে দল দু’টি উইকেট হারিয়ে ফেলেছে। ফলে তখন অন্যরকম চাপ থাকে। আবার ওপেন করতে নামলে দলের জন্য ইনিংস গড়ে তোলার দায়িত্ব থাকে। অন্য ব্যাটসম্যানদের কাজটা যাতে সহজ হয়ে যায়, সেটা নিশ্চিত করার জন্য ইনিংসের শুরুটা ভাল হওয়া জরুরি। নিউজিল্যান্ডের উইকেট ব্যাটিং করার জন্য ভাল। বিশেষ করে ক্রাইস্টচার্চের উইকেট। একমাত্র চ্যালেঞ্জ হল বাউন্স। বাতাসের গতির কথা মাথায় রেখে বলছি, পুল করা সহজ নয়।’