হারারে: সোমবার শুভমন গিল (Shubman Gill) শুধু ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিই করলেন না, ভেঙে দিলেন ২৪ বছরের পুরনো এক রেকর্ড। জিম্বাবোয়ের মাটিতে ওয়ান ডে-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর এখন গিলেরই। ভেঙে গেল সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ২৪ বছরের নজির।
১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে সচিন অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেটাই এতদিন ছিল জিম্বাবোয়ের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ডই এ দিন ভেঙে দিলেন শুভমন। সোমবার শুভমন ১৩০ রান করেন। এটিই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে জিম্বাবোয়েতে করা সর্বোচ্চ রান।
২০১৫ সালে অম্বাতি রায়ডু অপরাজিত ১২৪ রান করেছিলেন। ২০০১ সালে সচিন তেন্ডুলকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিম্বাবোয়েতে অপরাজিত ১২২ রান করেছিলেন। আর ২০০৫ সালে যুবরাজ সিংহ জিম্বাবোয়ের বিরুদ্ধে করেছিলেন ১২০ রান। তবে শুভমনের ১৩০ রানই সর্বোচ্চ।
প্রিয় জায়গা ওপেনিং। যদিও অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) অভিজ্ঞ শিখর ধবনের (Shikhar Dhawan) সঙ্গে ইনিংস ওপেন করায় শুভমন গিলকে (Shubman Gill) নামতে হয়েছিল তিন নম্বরে।
তিন নম্বরে নেমেও ফুল ফোটালেন পঞ্জাবের তারকা। শেষ পর্যন্ত মাত্র ৯৭ বলে ১৩০ রান করে আউট হন তিনি। গিলের ঝোড়ো সেঞ্চুরির পরেও অবশ্য ভারত তিনশো পেরতে পারল না। আটকে গেল ২৮৯/৮ স্কোরে। ম্যাচ জিততে জিম্বাবোয়েকে ২৯০ রান তুলতে হবে (Ind vs Zim)।
জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ ভারত জিতে নেওয়ায় সিরিজ এমনিতেই পকেটে। তৃতীয় ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় শিবির এই ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করে কি না, তা নিয়ে সকলেই আগ্রহী ছিলেন। অনেকে দেখতে চেয়েছিলেন, বাংলার শাহবাজ আমেদকে সুযোগ দেওয়া হয় কি না, তা দেখতেও। যদিও শাহবাজকে সুযোগ দেওয়া হয়নি। প্রথম একাদশে দুটি বদল করা হয়। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে সুযোগ পান দীপক চাহার ও আবেশ খান।
আগের দুই ম্যাচে টস জিতে প্রথম ফিল্ডিং নিয়েছিল ভারত। দুই ম্যাচেই জিম্বাবোয়েকে দ্রুত অল আউট করে রান তাড়া করে সহজেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সোমবার টস জিতে প্রথম ব্যাটিং নেওয়া হয়। উদ্দেশ্য, দলের ব্যাটারদের যতটা সম্ভব বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ করে দেওয়া।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুত সিওএ, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কি নির্বাসন উঠবে ভারতীয় ফুটবলের?