রাঁচি: আজ দেওধর ট্রফি ফাইনালে ‘ইন্ডিয়া বি’-র বিরুদ্ধে ওপেন করতে নেমে ৭ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে গেলেও, বিরাট কোহলির ১০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ‘ইন্ডিয়া সি’-র অধিনায়ক শুভমান গিল। এতদিন দেওধর ট্রফি ফাইনালে সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন বিরাট। তিনি ২০০৯-১০ মরসুমে ২১ বছর ১৪২ দিন বয়সে দেওধর ট্রফির ফাইনালে উত্তরাঞ্চলকে নেতৃত্ব দিয়েছিলেন। আজ ২০ বছর ৫৭ দিন বয়সে তাঁর রেকর্ড ভেঙে দিলেন শুভমান।
অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেও, নিজের দলকে অবশ্য জেতাতে পারেননি শুভমান। ‘ইন্ডিয়া বি’ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৮৩ রান করে। সর্বোচ্চ ৮৬ রান করেন কেদার যাদব। ‘ইন্ডিয়া সি’-র হয়ে ৫ উইকেট নেন বাংলার পেসার ঈশান পোড়েল। জবাবে ৯ উইকেটে ২৩২ রান করে শুভমানের দল। সর্বোচ্চ ৭৪ রান করেন প্রিয়ম গর্গ। শাহবাজ নাদিম ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন। জোড়া উইকেট নেন মহম্মদ সিরাজ।
দেওধর ট্রফি ফাইনালে সর্বকনিষ্ঠ অধিনায়ক, বিরাটের ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শুভমান
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2019 05:22 PM (IST)
অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেও, নিজের দলকে অবশ্য জেতাতে পারেননি শুভমান।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -