সন্দীপ সরকার, কলকাতা: জিম্বাবোয়ের বিরুদ্ধে সোমবার শুভমন গিল (Shubman Gill) সেঞ্চুরি করামাত্রই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হল, 'অনেক সেঞ্চুরির প্রথমটি...'। সঙ্গে শুভমনের ব্য়াট তুলে গ্যালারির অভিবাদন গ্রহণ করার ছবি।


কলকাতা নাইট রাইডার্সে (KKR) খেলেই প্রথমবার জাতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন শুভমন। পরে অবশ্য কেকেআরের সঙ্গে শুভমনের সম্পর্কে ছেদ পড়েছিল। গত আইপিএলের (IPL) নিলামের আগে শুভমনকে রিটেন না করে ছেড়ে দিয়েছিল কেকেআর। অনেকেই ভেবেছিলেন, হয়তো নিলাম থেকে শুভমনকে ফের কিনবে কেকেআর। কিন্তু তার আগেই গুজরাত টাইটান্স দলে নেয় শুভমনকে। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয় গুজরাত। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন শুভমনও।


কেন কেকেআর ছেড়ে দিল শুভমনকে? তা নিয়ে কম চর্চা হয়নি। অনেকেই নাইটদের সিদ্ধান্তে অবাক হয়েছিলেন। দিনকয়েক আগে শুভমন নিজে জানিয়েছিলেন, কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ায় ভালই হয়েছিল। কিন্তু কেকেআরের উপেক্ষায় যে তিক্ততা তৈরি হয়েছিল, তার ইঙ্গিত সোমবার পাওয়া গেল তরুণ তারকার বাবার কথায়।


আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ছেলের প্রথম সেঞ্চুরিতে উচ্ছ্বসিত শুভমনের বাবা লখবিন্দর গিল। পাশাপাশি কেকেআর শুভমনকে ছেড়ে দেওয়ার ক্ষত এখনও যেন দগদগে। কেকেআরের অভিনন্দন বার্তাতেও যে তিক্ততা যাওয়ার নয়।


 






এবিপি লাইভকে ফোনে লখবিন্দর বললেন, 'কেকেআর ওকে নিয়ে আগ্রহ দেখায়নি। এটা খেলার অঙ্গ। কেকেআর নেয়নি, সেটা সম্পূর্ণ ওদের সিদ্ধান্ত। তবে শুভমন কেকেআরে থাকলে ভাল লাগত। ওর কাছে কেকেআর পরিবার হয়ে উঠেছিল।'


কেকেআরের ম্যাচ থাকলে নাইটদের বক্সে হাজির হয়ে যেতেন লখবিন্দরও। শাহরুখ পর্যন্ত তাঁর সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। যদিও এখন নাইট সংসার থেকে অনেকটাই দূরে শুভমন। হয়তো একরাশ অভিমান বুকে চেপে বাইশ গজে যান এখনও।


১৯৯৮ সালে জিম্বাবোয়েতে গিয়ে সচিন অপরাজিত ১২৭ রান করেছিলেন। সেটাই এতদিন ছিল জিম্বাবোয়ের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। সেই রেকর্ডই এ দিন ভেঙে দিলেন শুভমন। সোমবার শুভমন করলেন ১৩০ রান। এটিই জিম্বাবোয়ের মাটিতে ওয়ান ডে-তে কোনও ভারতীয় ক্রিকেটারের সর্বোচ্চ রানের ইনিংস হয়ে রইল।


আরও পড়ুন: ভেঙেছেন কিংবদন্তির রেকর্ড, তবে সচিনের সঙ্গে শুভমনের তুলনা চান না বাবা