হারারে: শুভমন গিলকে (Shubman Gill) ভারতীয় ক্রিকেটের (Indian Cricket Team) ভবিষ্যত প্রজন্মের তারকাদের মধ্যে সবথেকে প্রতিভাবান বলে মনে করেন অনেকেই। তবে সাম্প্রতিক সময়ে তিনি ভারতীয় টেস্ট দলে নিয়মিত খেললেও, ওয়ান ডে দলে সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু ভাগ্যের চাকা ঘোরে ওয়েস্ট ইন্ডিজ সফরে।


গিলকে দ্রাবিড়ের পরামর্শ


রোহিত শর্মা, কেএল রাহুলের মতো সিনিয়র তারকাদের অনুপস্থিতিতে দুই বছর পর ভারতীয় সীমিত ওভারের দলে সুযোগ পান শুভমন গিল। সুযোগ পেয়েই বাজিমাত। ২২ বছরের তরুণ ভারতীয় ব্যাটার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে দুরন্ত খেলেন। ১০২.৫০ গড়ে মোট ২০৫ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন গিল। জিম্বাবোয়ে সফরেও মেলে ডাক। সেখানেও প্রথম দুই ওয়ান ডেতে যথাক্রমে ৮২ ও ৩৩ রান করেন তিনি। নিজের ব্যাটিংয়ে এই অভাবনীয় উন্নতির জন্য দলের কোচ রাহুল দ্রাবিড়কেই (Rahul Dravid) ধন্যবাদ জানাচ্ছেন তরুণ তারকা।


গিল জানান ওয়েস্ট ইন্ডিজ সফরে মুশকিল পিচগুলিতে ব্যাটিং করার সময় রাহুল দ্রাবিড়ের ছোট্ট পরামর্শই তাঁকে সাফল্য পেতে সাহায্য করেছে। তিনি বলেন, 'ক্রিজে বেশিক্ষণ ব্যাট করার অভিজ্ঞতাটাই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। রাহুল স্যার আমায় যত বেশিক্ষণ সম্ভব ক্রিজে টিকে থাকার পরামর্শ দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজে পিচগুলি একটু কঠিনই ছিল। তাই বেশিসময় পিচে কাটিয়ে মূল্যবান অভিজ্ঞতা লাভ করাটাই আমার লক্ষ্য ছিল। সীমিত ওভারের সাদা বলের ক্রিকেটে লক্ষ্য থাকে যতটা সম্ভব কম ডট বল খেলা। তবে তার মানে এই নয় যে প্রতিটি বলই আমাদের মারতে হবে। ইনিংসের মাঝে এক-দুই রান করে নিয়ে স্ট্রাইক অদলবদল করাটাও খুব জরুরি।'


শিখরের সঙ্গে ব্যাটিং


শিখর ধবনের সঙ্গে গিলের নতুন পার্টনারশিপটাও কিন্তু বেশ জমেছে। দুইজনেই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে সফরে বেশ ভাল রান করেছেন। অভিজ্ঞ ওপেনিং পার্টনারের সঙ্গে ব্যাট করতে বেশ ভালই লাগে বলে জানান গিল। 'ওঁ (শিখর) সবসময় চাপমুক্ত, শান্ত থাকে। আমরা কিন্তু ব্যাটিং করার সময় ক্রিকেট নিয়ে তেমন একটা কথা  বলি না। ওঁর সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতাটাও দারুণ।' ওয়েস্ট ইন্ডিজ সফরের মতো চলতি জিম্বাবোয়ে সিরিজেও গিল সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি দুই ইনিংসে আপাতত মোট ১১৫ রান করেছেন। সোমবার সিরিজের শেষ ওয়ান ডেতেও গিলের ব্যাট চলে কি না, সেইদিকে সকলেরই নজর থাকবে।


আরও পড়ুন: এশিয়া কাপে শাহিন না থাকায় ভারতকে খোঁচা ওয়াকারের, মোক্ষম জবাব দিলেন ইরফান