মুম্বই: ওয়ান ডে ক্রমতালিকায় ব্যাটারদের তালিকায় এগোলেন শুভমন গিল (Subhman Gill)। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ৭৪৩ পয়েন্ট। ভারতীয় ব্যাটারদের মধ্যে এই মুহূর্তে ওয়ান ডে (One Day) ক্রমতালিকায় গিলই সবার আগে রয়েছেন। তালিকায় প্রথম দশে আর রয়েছেন শুধুমাত্র বিরাট কোহলি (Virat Kohli)। তবে তিনি ৯ নম্বরে রয়েছেন এই মুহূর্তে ক্রমতালিকতায়। প্রাক্তন ভারত অধিনায়কের (Ex Indian Captain) ঝুলিতে রয়েছে ৭০৫ পয়েন্ট। 


ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর থেকে নিজেকে নিয়মিত করে তুলেছেন শুভমন গিল। কে এল রাহুলের অনুপস্থিতিতে এই মুহূর্তে রোহিত শর্মার ওপেনিং পার্টনার তিনি। ২৭ ম্যাচে ১৪৩৭ রান ঝুলিতে পুরেছেন পাঞ্জাবের এই তরুণ ব্যাটার। ৬২.৪৮ গড়ে ব্যাটিং করেছেন গিল। ঝুলিতে পুরেছেন ৪টি সেঞ্চুরি ও ১টি দ্বিশতরানও। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত গিল।


রেকর্ড সূর্যকুমার যাদবের 


টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে আবার নজির গড়লেন সূর্যকুমার। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৪ বলে ৮৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। আর এর সঙ্গে সঙ্গেই কুড়ির ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ১০০ ছক্কার মালিক হয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। এভিন লুইসের পর বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন সূর্য। 


নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের ৪৯ তম ইনিংসে এসে ১০০ তম ছক্কা হাঁকালেন সূর্যকুমার। এভিন লুইস তাঁর টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের ৪২ তম ইনিংসে ১০০ টি-টোয়েন্টি ছক্কা হাঁকিয়েছিলেন। উল্লেখ্য়, নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রথম বলেই জোফ্রা আর্চারকে ছক্কা হাঁকিয়েছিলেন সূর্যকুমার। রোহিত শর্মা ও বিরাট কোহলির পর এই ডানহাতি মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন। বিশ্ব ক্রিকেটে ১৩ নম্বরে রয়েছেন তিনি।


গতকাল সূর্যকুমার ১৮৮-র অধিক স্ট্রাইক রেটে ৪৪ বলে ৮৩ রানের একটি ধুঁয়াধার ইনিংস খেলেন। তৃতীয় উইকেটে সূর্যকুমার ও তিলকের এই পার্টনারশিপই ভারতের জয় সুনিশ্চত করে দেয়। তিলক ভার্মা ৪৯ রান করে অপরাজিত থেকে যান। সূর্য শতরান হাতছাড়া করলেও, শেষমেশ ২০ রানে অপরাজিত ইনিংসে দলের জয় সুনিশ্চিত করেই মাঠ ছাড়েন অধিনায়ক হার্দিক পাণ্ড্য


আরও পড়ুন: নিজেদের খাবার বাঁচিয়ে পাখিদের খাওয়াচ্ছে স্কুলের বাচ্চারা, দেখে মুগ্ধ সচিন