নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ। রাবণের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। মণিপুর হিংসা (Manipur Violence) নিয়ে সরকারের ঔদাসীন্যকে অহঙ্কার বলে উল্লেখ করলেন তিনি। রাহুলের মতে, রামায়ণে রাবণের হত্যা আসলে রামের হাতে হয়নি, অহঙ্কারই শেষ করে দেয় রাবণকে। রাবণও দু'জনের কথা শুনতেন, মোদিও দু'জনের কথা শোনেন বলেও দাবি করেন রাহুল। (No Confidence Motion)


বুধবার অনাস্থা প্রস্তাব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভায় বক্তৃতা করেন রাহুল। সেখানে মণিপুর হিংসা নিয়ে কার্যতই তুলোধনা করেন মোদি সরকারকে। রাহুল বলেন, "কিছুদিন আগে মণিপুর গিয়েছিলাম। আসল সত্য হল, মণিপুর বেঁচে নেই আজ। মণিপুরকে আপনারা দ্বিভক্ত করে দিয়েছেন, ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। মণিপুরে এঁরা ভারতকে খুন করেছেন।মণিপুর নয়, ভারতকে খুন করা হয়েছে। এঁদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে।" 


ভারত শুধুমাত্র কোনও দেশের নাম নয়, ভারতের সঙ্গে জড়িয়ে দেশের মানুষের কণ্ঠ। অহঙ্কারের বশবর্তী হয়ে কেন্দ্র সেই কণ্ঠকে অস্বীকার করছে, মণিপুরের হাহাকার কানে তুলছে না বলে এদিন মন্তব্য করেন রাহুল। সেই প্রসঙ্গেই রামায়ণের উল্লেখ করেন। রাহুল বলেন, "ভারতীয় সেনা চাইলে একদিনে শান্তি ফেরাতে পারে মণিপুরে। কিন্তু ইচ্ছাকৃত ভাবেই শান্তি ফেরাতে দেওয়া হচ্ছে না। কারণ ভারতকে খুন করাই আপনাদের লক্ষ্য। মোদি যদি ভারতের কণ্ঠ না শোনেন, তাহলে কার কথা শোনেন? দু'জনের কথা শোনেন। রাবণও দু'জনের কথা শুনতেন, মেঘনাদ এবং কুম্ভকর্ণের। নরেন্দ্র মোদিও দু'জনের কথা শোনেন, অমিত শাহ এবং গৌতম আদানির।"


আরও পড়ুন: Rahul Gandhi: মণিপুরে আসলে খুন করা হয়েছে ভারতকে, অনাস্থা প্রস্তাবে মোদিকে আক্রমণ রাহুলের


রাহুল বলে চলেন, "লঙ্কায় হনুমান অগ্নিসংযোগ করেননি। রাবণের অহঙ্কারই ছারখার করে দিয়েছিল লঙ্কাকে। রামের হাতে রাবণের হত্যা হয়নি। অহঙ্কারই শেষ করে দেয় রাবণকে। দেশের সর্বত্র কেরোসিন পাঠাচ্ছেন আপনারা। মণিপুরে আগুন ধরিয়েছেন, এখন হরিয়ানাতেও তা-ই করছেন।"


"মণিপুরে এঁরা ভারতকে খুন করেছেন।মণিপুর নয়, ভারতকে খুন করা হয়েছে। এঁদের রাজনীতি মণিপুরকে নয়, ভারতকে হত্যা করেছে। ভারতমাতাকে খুন করা হয়েছে মণিপুরে।" রাহুলের এই মন্তব্যে উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিজেপি-র তরফে দাবি তোলা হয়, রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে। কিন্তু রাহুল বলেন, "আপনারা দেশদ্রোহী, আপনারা দেশপ্রেমী নন। আপনারা দেশের হত্যা করেছেন মণিপুরে। এই কারণেই প্রধানমন্ত্রী মণিপুর যেতে পারছেন না। কারণ মণিপুরে ভারতমাতার হত্যা করেছেন। আপনারা ভারতমাতার রক্ষাকর্তা নন, আপনারা ভারতমাতার খুনি।"