কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের মুকুটে নতুন পালক। সবুজ মেরুন ক্লাবের নামে এক রাস্তার নামকরণ। এবার শিলিগুড়ি পুরসভার তরফে। মোহনবাগান ক্লাবের তরফে আজ, শনিবার, ৪ ফেব্রুয়ারিই এই বিষয়টির কথা সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয় এয়ারভিউ মোড় থেকে মহানন্দা ব্রিজ হয়ে সূর্যসেন পার্ক পর্যন্ত, প্রায় ৫৫০ মিটার রাস্তার নামকরণ করা হয়েছে 'মোহনবাগান লেন' (Mohun Bagan Lane)। পুরসভার তরফে বিজ্ঞপ্তি জারি করেই এই তথ্য জানানো হয়েছে। পাশাপাশি শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবকে সম্মানিত করে রাস্তার নামকরণের খবর পাঠানো হয়েছে সবুজ মেরুন ক্লাব তাঁবুতেও। 


উচ্ছ্বসিত ক্লাব কর্মকর্তা


নিজেদের কথা রাখতে পারায় উচ্ছ্বসিত মোহনবাগান কর্মকর্তা দেবাশিস দত্তও। এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এবিপি লাইভকে তিনি বলেন, 'বহু মহাপুরুষের নামে দেশে বিদেশে প্রচুর রাস্তা রয়েছে, কিন্তু মোহনবাগানের নামে কলকাতার বাইরে আর কোনও রাস্তা নেই। এই ছবিটা বদলানোর জন্য আমাদের কমিটি প্রথম থেকেই সচেষ্ট ছিল। বছর খানেক আগে দায়িত্বে আসার পরেই তাই আমরা (রাস্তার নামকরণের) গোটা প্রক্রিয়াটা শুরু করি। অবশেষে নাম বদলের প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ায় আমি খুবই খুশি। এর জন্য আমরা শিলিগুড়ি পৌরসভার মেয়র এবং ডেপুটি মেয়রের কাছে চিরকৃতজ্ঞ এবং অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও ধন্যবাদ না জানালেই নয়।'


 






দেবাশিস দত্ত আরও জানান যে শিলিগুড়ি প্রথম হলেও, এখানেও শেষ নয়, আরও বেশ কয়েকটি জেলাতেও মোহনবাগান ক্লাবের নামে রাস্তার নামকরণ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। সেই তালিকায় রয়েছে শিলিগুড়ির পার্শ্ববর্তী জেলা জলপাইগুড়ির নাম। এছাড়া ২১ ফেব্রুয়ারি, ভাষাদিবসে মোহনবাগান ক্লাবের তরফে দেশের তৃতীয় স্পোর্টস লাইব্রেরির উদ্বোধন করা হচ্ছে। ২৪ মার্চ সবুজ মেরুন কিংবদন্তি চুনী গোস্বামীর নামাঙ্কিত গেটেরও উদ্বোধন করা হবে বলে জানান মোহনবাগান কর্মকর্তা।


তিনে উঠার হাতছানি


প্রসঙ্গত, বর্তমানে আইএসএল লিগ তালিকায় চার নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান ক্লাব। ১৫ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট রয়েছে সবুজ মেরুন ক্লাবের দখলে। কাল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামছে সবুজ মেরুন। সেই ম্যাচ জিতলেই লিগ তালিকায় তিন নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে এটিকে মোহনবাগানের সামনে।


আরও পড়ুন: দলের পারফরম্যান্সে গর্বিত কনস্ট্যান্টাইন, আইএসএলে প্রথমবার কেরলকে হারাল ইস্টবেঙ্গল