বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বাসন্তীতে বোমা বিস্ফোরণ। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীর মোড় এলাকায় মনিরুল খান নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয়। পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধতে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।


বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তপ্ত বাসন্তী। বোমা বাঁধার সময় আচমকাই বিস্ফোরণ। গুরুতরভাবে ঝলসে গেছে আরও চারজনের শরীর। ঘটনার সূত্রপাত শনিবার সকালে, বাসন্তীর তৃণমূল পরিচালিত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীর মোড় এলাকায়। সূত্রের খবর, এলাকারই বাসিন্দা মনিরুল খানের বাড়িতে বসে ৪ জন দুষ্কৃতী বোমা বাঁধার কাজ করছিল। হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। চারজনেরই শরীর বিস্ফোরণের জেরে ঝলসে যায়। আগুন লেগে যায় ঘরটিতে। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির চাল।                                                                              


স্থানীয় বাসিন্দাদের দাবি, গুরুতরভাবে শরীর ঝলসে গিয়েছে চারজনের। তাঁদের মধ্যে ২ জনকে কলকাতায় আনা হচ্ছে। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিক তদন্তের পর তাদের দাবি, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ হয়। আর তার জেরেই একজনের মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এই বোমা বাঁধার কাজ চলছিল? কারাই বা বোমা বাঁধছিল? কী পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের? এখন এইসব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।  শুক্রবার রাতে ক্যানিংয়ের গোলাবাড়িতে এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ হয়। উদ্ধার হয় তাজা বোমা। সেই গোলাবাড়ি থেকে ৪৫ কিলোমিটার দুরেই বাসন্তীর এই ভারতীর মোড়। যেখানে এদিন সকালে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। কিন্তু বারবার কেন উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার এই অংশ? কেন এত বোমা-গুলি-অস্ত্রের ঝনঝনানি বাড়ছে এখানে? একের পর এক বিস্ফোরণ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে, তাহলে পুলিশ কী করছে?  গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলা।                             


আরও পড়ুন: Abhishek Banerjee: ‘কোন অঞ্চল সভাপতি কী করছে আমার নজরে আছে,' হুঁশিয়ারি অভিষেকের