এই উপহার পেয়ে খুশি সিন্ধু। তিনি বলেছেন, পরিশ্রম এবং সাফল্যের স্বীকৃতি পেয়ে সব ক্রীড়াবিদেরই ভাল লাগে। এটা সবার জন্যই উৎসাহব্যঞ্জক। সোনা-হীরের তৈরি র্যাকেট উপহার সিন্ধুকে
Web Desk, ABP Ananda | 03 Sep 2016 01:40 PM (IST)
নয়াদিল্লি: রিও অলিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে রুপো জয়ী পিভি সিন্ধুকে সংবর্ধনা দিল একটি প্রখ্যাত হীরের গয়না বিক্রয়কারী সংস্থা। এই শাটলারকে সোনা ও হীরে দিয়ে তৈরি মিনিয়েচার র্যাকেট উপহার দেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে রুপো জিতে দেশে ফেরার পর থেকেই সংবর্ধনার জোয়ারে ভাসছেন সিন্ধু। কয়েক কোটি টাকা, বিলাসবহুল গাড়ি, জমি উপহার পেয়েছেন তিনি। এর সঙ্গে যুক্ত হল এই বিশেষ র্যাকেট।