নয়াদিল্লি:  ভারতীয় ক্রিকেট দলের কোচ পদের লড়াই যতদিন যাচ্ছে ততই জমে উঠছে। সম্প্রতিই বিসিসিআই (বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)-এর তরফে কোচ পদের জন্যে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পিছিয়ে ৯ জুলাই করা হয়। এর ফলে ভারতীয় ক্রিকেট দলের কোচ পদের লড়াইয়ের জন্যে  প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রী, প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগের সঙ্গে  এবার আবেদন জমা দিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন কোচ ফিল সিমনসও।


বিসিসিআইয়ের এক আধিকারিকের দাবি, শুধু সিমনস নন, আগামী কয়েকদিনের মধ্যে এই পদের জন্যে আবেদনপত্র জমা দিতে দেখা যাবে ক্রিকেট দুনিয়ার আরও বেশ কিছু জনপ্রিয় ব্যক্তিকে। প্রসঙ্গত, কোচের পদ থেকে অনিল কুম্বলের ইস্তফা দেওয়ার পর থেকেই লড়াই আরও জমে উঠেছে, কারণ, তাঁর চুক্তি সম্প্রসারণের আর কোনও সম্ভাবনাই নেই। কুম্বলের ইস্তফা দেওয়ার আগে সকলেই ভেবে নিয়েছিলেন, হয়তো তাঁর চুক্তিই সম্প্রসারণ করা হবে। তাই কোচ পদের জন্যে আবেদন করার কোনও মানেই হয় না। ওই বিসিসিআই আধিকারিকেরই দাবি, ভারতীয় দল এখন দারুন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।এই টিম বিশ্বের যেকোনও দলকে পরাজিত করতে পারে। সেরকম একটি দলের কোচ পদে সুযোগ পাওয়ার জন্যে তাই সকলের মধ্যে আগ্রহও যথেষ্ট বেশি।

সিমনসও এই কোচ পদের জন্যে যথেষ্ট ভাল প্রার্থী। প্রসঙ্গত, তাঁর তত্ত্বাবোধানেই ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে মতের অমিল হওয়ায়, তাঁরা প্রাক্তন এই ওপেনারের সঙ্গে সমস্ত চুক্তি ছিন্ন করে। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দলের নতুন কোচ কে হবেন, সেটা টিম ইন্ডিয়ার শ্রীলঙ্কা সফরের আগে, মানে জুলাই মাসের শেষ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত করা হবে।