ফুঝৌ: চিনের হি বিংজিয়াওকে হারিয়ে চায়না সুপার সিরিজ প্রিমিয়ারের সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। চিনের এই শাটলারের কাছেই ফরাসি ওপেনে হেরে গিয়েছিলেন রিও অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু। আজ সেই হারের মধুর প্রতিশোধ নিলেন হায়দরাবাদি শাটলার।
এ বছর চারটি টুর্নামেন্ট জিতেছেন বিংজিয়াও। তাছাড়া দর্শকদের সমর্থন তাঁর ভরসা ছিল। কিন্তু সপ্তম বাছাই সিন্ধু স্ট্রেট গেমে জয় ছিনিয়ে নিলেন। তাঁর পক্ষে খেলার ফল ২২-২০, ২১-১০। প্রথম গেমে লড়াই হলেও, দ্বিতীয় গেমে সহজ জয় পেয়েছেন সিন্ধু।
পুরুষদের সিঙ্গলসে অবশ্য রিও অলিম্পিকে সোনাজয়ী চিনের চেন লংয়ের কাছে হেরে গিয়েছেন অজয় জয়রাম। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ১৫-২১, ১৪-২১।
আরও পড়ুন, ব্যাডমিন্টন দলের ম্যানেজারই ভিসার আবেদন বাতিল করেছেন, দাবি চিনের
চায়না সুপার সিরিজ প্রিমিয়ারের শেষ চারে সিন্ধু
Web Desk, ABP Ananda
Updated at:
18 Nov 2016 06:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -