জাকার্তা: ইন্দোনেশিয়া ওপেন বিডব্লুএফ ট্যুর সুপার ১০০০ প্রতিযোগিতার ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু। আজ অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনা শাটলার শ্যেন ইউফেইকে স্ট্রেট গেমে হারিয়ে চলতি মরসুমে প্রথমবার কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলেন সিন্ধু। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-১৯, ২১-১০।
আগামীকাল ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা সিন্ধুর প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচি। এই শাটলারের বিরুদ্ধে লড়াইয়ে ১০-৪ ফলে এগিয়ে সিন্ধু। তিনি শেষ চারটি ম্যাচেই হারিয়েছেন ইয়ামাগুচিকে। ফলে ফাইনালে আত্মবিশ্বাসী হয়েই খেলতে নামবেন হায়দরাবাদি শাটলার।
চলতি মরসুমে সিঙ্গাপুর ওপেন ও ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে উঠেও হেরে যান সিন্ধু। তবে এবার তাঁর সামনে খেতাব জয়ের হাতছানি। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে শ্যেন। তিনি অল ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও সুইস ওপেন চ্যাম্পিয়ন হন। আজ প্রথম গেমে সিন্ধুকে লড়াইয়ের মুখে ফেলে দেন এই চিনা শাটলার। তবে ঘুরে দাঁড়িয়ে শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেন ভারতীয় শাটলার।
ইন্দোনেশিয়া ওপেনের ফাইনালে সিন্ধু
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jul 2019 07:11 PM (IST)
আগামীকাল ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা সিন্ধুর প্রতিপক্ষ জাপানের আকানে ইয়ামাগুচি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -