নয়াদিল্লি: সাইনা নেহওয়ালকে স্ট্রেট গেমে হারিয়ে ইন্ডিয়া ওপেন সুপার সিরিজের সেমিফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু। নয়াদিল্লির হাই ভোল্টেজ ম্যাচে অসাধারণ জয় পান রিও অলিম্পিক্সে রুপোজয়ী শাটলার। কোয়ার্টার ফাইনালে ৪৭ মিনিটের লড়াইয়ে সিন্ধু জিতলেন ২১-১৬, ২২-২০ গেমে। সেমিফাইনালে তাঁর লড়াই চিনের সাং জি হিউনের সঙ্গে।
রিওতে রুপো জয়ের পর থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন সিন্ধু। চায়না ওপেনও জিতেছেন তিনি। ইন্ডিয়া ওপেনও তাঁর হাতে ওঠে কি না, সেটাই এখন দেখার।
সাইনাকে হারিয়ে ইন্ডিয়া ওপেনের শেষ চারে সিন্ধু
Web Desk, ABP Ananda
Updated at:
31 Mar 2017 09:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -