নয়াদিল্লি: সাইনা নেহওয়ালকে টপকে গেলেন পিভি সিন্ধু।
গত সপ্তাহেই জীবনের প্রথম চায়না ওপেনে সুপার সিরিজ প্রিমিয়ার খেতাব জিতেছিলেন সিন্ধু। যার জেরে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (বিডব্লুএফ) র্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন অলিম্পিক রূপোজয়ী শাটলার।
সর্বশেষ বিডব্লুএফ র্যাঙ্কিংয়ে দুধাপ উঠে নবম স্থানে রয়েছেন হায়দরাবাদী তনয়া সিন্ধু। সেখানে আরেক হায়দবারবাদী সাইনা প্রথম দশে ঠাঁই পাননি। বেশ কিছুদিন ধরেই চোটের কারণে জর্জরিত প্রাক্তন বিশ্ব এক নম্বর সাইনা।
বহুদিন পর তিনি ব্যাডমিন্টন সার্কিটে ফিরেছেন। যদিও, ফর্মের ধারে কাছে নেই এই হায়দরাবাদী তনয়া। চায়না ওপেনের প্রথম রাউন্ডেই তিনি ছিটকে যান।
অন্যদিকে, পুরুষদের ....য়ে ভারতীয়দের মধ্যে সেরা দ্বাদশ স্থান ধরে রেখেছেন কিদম্বী শ্রীকান্ত। অজয় জয়রাম রয়েছেন ১৯ তম স্থানে, এইচ এস প্রণয় রয়েছেন ২৫ তম স্থানে।