সিঙ্গাপুর : গত ম্যাচে প্রথম গেম হেরেও কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করেছিলেন পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালেও অনেকটা 'অ্যাকশন রিপ্লে'র মতো আবার প্রথম গেম খুইয়েও ম্যাচ জিতে নিলেন ২৭ বছর বয়সি ভারতীয় শাটলার। পৌঁছে গেলেন সিঙ্গাপুর ওপেনের (Singapore Open Super 500) সেমিফাইনালে।
প্রথম গেম হারেন সিন্ধু
ম্যাচের শুরুতে হ্যান উইে (Han Yue) বা সিন্ধু, কেউই নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারছিলেন না। তবে প্রথম গেমের প্রায় সিংহভাগ সময়েই চিনের শাটলার এগিয়ে ছিলেন। বিশ্বের ১৯ নম্বর শাটলার হ্যান তিন গেম পয়েন্ট নষ্ট হতে দেননি। অবশ্য কিছুটা ভাগ্যের সাহায্যও পান তিনি। তাঁর ব্যাকহ্যান্ডে শাটেল নেটে লেগে কোনওক্রমে সিন্ধুর কোর্টে গিয়ে পড়ে। সিন্ধুর কাছে কোনও সুযোগই ছিল তা বাঁচানোর। ২১-১৭ ব্যবধানে প্রথম গেম জিতে নেনে হ্যান।
দ্বিতীয় গেমে খেলাটা সিন্ধুর 'পাওয়ার ও নেট প্লে' বনাম হ্যানের 'প্লেসমেন্ট'র হয়ে দাঁড়ায়। এই লড়াইয়ে হাসতে হাসতে জয় পান সিন্ধু। দাপুটে মেজাজে মুহূর্তেই ২১-১১ স্কোরে দ্বিতীয় গেম জিতে ম্য়াচে সমতা ফেরান তিনি। ম্যাচের তৃতীয় গেমটা ছিল লড়াই আর লড়াইয়ের। জয়ের জন্য মরিয়া, দুই তারকাই অনবদ্য ব্যাডমিন্টনের প্রদর্শনী করেন। প্রথম ১০ পয়েন্ট সমান সমান ভাগ হলেও, ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাত হ্যান। এক সময় গেমে ৯-১৪ পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। তবে এরপরেই হয় কামব্যাক।
টানা সাত পয়েন্ট জয়
পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ার পর, নাগাড়ে সাত পয়েন্ট তুলে ১৬-১৪ তে এগিয়ে যান সিন্ধু। এরপর হ্যান পয়েন্টের পর পয়েন্ট লড়াই চালিয়ে গেলেও, সিন্ধু আর এই গেমে পিছিয়ে পড়েননি। দুর্ধর্ষ স্ম্য়াশ মেরে ২১-১৮ স্কোরে গেম ও ম্যাচ জিতে নেন সিন্ধু। হ্যানের বিরুদ্ধে এই নিয়ে তিন ম্যাচ খেলে তিনটিই জিতলেন ভারতীয় তারকা শাটলার। টুর্নামেন্টের তৃতীয় বাছাই সিন্ধুর সেমিফাইনারে প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।
আরও পড়ুন: অলিম্পিক্সের পরই ছন্দহীন, সিঙ্গাপুরে সিন্ধুর ভাগ্যের চাকা ঘুরবে?