ঋত্বিক প্রধান, জয়দীপ হালদার ও শান্তনু নস্কর, গোসাবা : পূর্ণিমার ভরা কটাল ও নিম্নচাপের জেরে দিঘায় (Digha) জলোচ্ছ্বাস। অন্যদিকে জল ঢুকেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, হাতিকর্নার, দাসকর্নারের বিস্তীর্ণ এলাকায়। গোসাবার (Gosaba) কুমিরমারিতে ফাটল ধরতে শুরু করেছে নদীবাঁধে। প্রবল আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা।


বিশালাকার ঢেউ, গার্ডওয়াল টপকে মেরিন ড্রাইভের ওপর দিয়ে বইছে জল। কোথাও আবার ত্রিপল দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা। একদিকে, পূর্ণিমার ভরা কটাল।অন্যদিকে, নিম্নচাপের জের। জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, কুমিরমারি, হাতিকর্নার, দাসকর্নারের বিস্তীর্ণ এলাকা। 


আরও পড়ুন ; পূর্ণিমা কোটালের বিপদ, জল ঢুকল থানাতেও


পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা। সমুদ্রের জল ঢুকেছে পূর্ব মেদিনীপুরের দিঘা শহরে। কোথাও সাইরেন বাজিয়ে, তো কোথাও মাইকে প্রচার করে সতর্ক করা হচ্ছে পর্যটকদের। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি, গার্ডওয়ালের কাছে যেতেও নিষেধ করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দিঘা শহরে জল ঢুকতে পারে। প্রশাসন সূত্রে খবর, রামনগর ১নম্বর পঞ্চায়েত সমিতির তরফে নজরদারি চলছে।


বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা-


অন্যদিকে, সাগরের জলে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। মুহুর্মুহু উপচে পড়ছে ঢেউ। গ্রামেও ঢুকেছে জল। কেউ কেউ উপকূলবর্তী এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন। ফ্রেজারগঞ্জের বাসিন্দা রূপালি দেবনাথ বলেন, বাঁধ দ্রুত মেরামত হোক। আমরা আতঙ্কিত।


এদিকে, জল বেড়েছে গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের কোরানখালি, পুঁইজালি রায়মঙ্গল-সহ বেশ কিছু নদীর। কোরানখালি নদীর দক্ষিণ পাড়ায় ফাটল ধরেছে নদীবাঁধে। ধস নেমেছে কুমিরমারির খুদের খেয়াঘাটে। ত্রিপল দিয়ে নদীবাঁধ বাঁচানোর চেষ্টা করছেন বাসিন্দারা। 


কুমিরমারির এক বাসিন্দা বলেন, আতঙ্ক, কতদিন ধরে এভাবে থাকব ? আইলা, ফনি, বাঁধের সমস্যার সমাধান হোক। 


এই পরিস্থিতিতে ফের ভিটেমাটি ছাড়তে হবে না তো ? আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে নদীপাড়ের মানুষগুলোকে।