মুম্বই: আইপিএল শুরুর আগে ফর্মে ছিলেন না তিনি। বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার হওয়া সত্ত্বেও ক্রমাগত ফ্লপ হওয়া সূর্যকুমার যাদবকে নিয়ে চিন্তা বেড়েছিল। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৫ বলে ঝোড়ো ৮৩ রানের ইনিংস খেলছিলেন সূর্য। সেই ম্যাচে নেহাল ওয়াধেরার সঙ্গে তাঁর ১৪০ রানের পার্টনারশিপ আরসিবির বিরুদ্ধে রান তাড়া করে জয় আরও সহজ করে দিয়েছিল। এবার কিংবদন্তি সুনীল গাওস্কর প্রশংসায় ভরালেন সূর্যকুমার যাদবকে। 


কী বললেন সানি?


আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে প্রথম দিকের ম্য়াচগুলোয় সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও ধীরে ধীরে ফর্মে ফিরেছেন সূর্যকুমার। সানি বলছেন, ''সূর্যকুমার যাদবের ব্য়াটিং দেখলে নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়তে বাধ্য। কিন্তু নেহাল ওয়াধেরা যেভাবে খেলেছে তা দেখে সত্যিই ভাল লেগেছে। ও একদমই সূর্যকে কপি করতে যায়নি। নিজের মত করে খেলেছে। সূর্যকে দারুণ সাপোর্ট করেছে ও।'' এরপরই লিটল মাস্টার বলেন, ''আমার সূর্যর ব্যাটিং দেখে মনে হয়েছে যে আরসিবি বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলছে ও। এভাবে ব্যাটিং করলে উল্টোদিকের বোলারদের মনোবলও ভেঙে যায়। অনেকটা গলি ক্রিকেটের ধাঁচ আছে ওর মধ্যে। মাঠের চারধার ধরে শট খেলতে পারে। এই ধরনের ব্যাটিং ক্রমেই নিজেকে অনুশীলনের মাধ্যমে রপ্ত করেছে সূর্য।''


উল্লেখ্য, মুম্বই তাঁদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল আরসিবির বিরুদ্ধে। এই নিয়ে টানা তিনবার দুশোর বেশি রান তাড়া করে ম্যাচে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ২০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অতি সহজেই জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সৌজন্যে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ৩৫ বলে ৮৩ রানের ইনিংস ও নেহাল ওয়াদেরার (Nehal Wadhera) অপরাজিত ৫২ রান। এই দুইয়ের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদেই ২১ বল বাকি থাকতে ছয় উইকেটে ম্যাচ জিতল মুম্বই।


রান তাড়া করতে নেমে পরপর দুই উইকেট হারালেও কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের রানের গতিতে ভাটা পড়েনি। সূর্যকুমার যাদব ও নেহাল ওয়াদেরা মুম্বইয়ের ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়ভার নিজেদের কাঁধে তুলে নিয়ে নেন। দুই তারকা ৩২ বলে নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন। ২৬ বলেই অর্ধশতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। অর্ধশতরানের পর আরও আগ্রাসী ছন্দে ব্যাট করতে শুরু করেন সূর্য। অর্ধশতরানের পর আট বলে ৩৩ রান তোলেন তিনি। বিজয়কুমার বিশাখ এক ওভারে পরপর সূর্য (৮৩) ও টিম ডেভিডকে (০) ফেরালেও, ততক্ষণ মুম্বইয়ের জয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল।