কলম্বো: ভারত বনাম শ্রীলঙ্কা ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের বল গড়াল বলে। কলম্বোয় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১৩ জুলাই প্রথম ওয়ান ডে। যে ম্যাচে টস করতে যাবেন শিখর ধবন।
আর তা নিয়েই ক্ষুব্ধ অর্জুন রণতুঙ্গা। দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। এরপর জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বিরাট কোহলির নেতৃত্বে প্রথম সারির ভারতীয় দল পাঠানো হয়েছে ইংল্যান্ডে। অন্যদিকে একই সময়ে দ্বিতীয় সারির আরও একটি ভারতীয় দলকে শ্রীলঙ্কা পাঠানো হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। যে দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররা। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ধবনকে। আর এতেই ক্ষুব্ধ হয়েছেন অর্জুন রণতুঙ্গা।
তবে ভারতীয় দলের ওপর নয়, বিশ্বকাপজয়ী প্রাক্তন লঙ্কা অধিনায়কের যাবতীয় ক্ষোভ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর। আসন্ন সিরিজে দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে খেলা মানে আদতে লঙ্কা ক্রিকেট বোর্ডের অপমান করা বলে মনে করছেন রণতুঙ্গা। এক সাক্ষাৎকারে রণতুঙ্গা বলেছেন, ‘দ্বিতীয় সারির ভারতীয় দলের বিরুদ্ধে খেলা মানে আমাদের ক্রিকেটের জন্য অপমান। আমি দায় চাপাব বতর্মান ক্রীড়া প্রশাসকদের ওপর। টিভিতে খেলা দেখিয়ে আয় করার জন্য ওরা এই সিরিজ আয়োজনে রাজি হয়েছে। ভারত তাদের সেরা দল পাঠিয়েছে ইংল্যান্ডে, আর এখানে দুর্বলতর দল পাঠিয়েছে। এর দায় নিতে হবে লঙ্কা ক্রিকেট বোর্ডেকেই।’
উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল এই মুহূর্তে ইংল্যান্ডে। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বেশিদিন সময় ছিল না। তাই বিলেতেই রয়ে গিয়েছেন অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা-রা। অন্যদিকে শিখর ধবনের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে ৩টি করে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গিয়েছে আরও একটি ভারতীয় দল। দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে।
১৯৯৬ বিশ্বকাপ রণতুঙ্গার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। এছাড়াও আশি-নব্বইয়ের দশকে প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার জন্য বিখ্যাত ছিলেন তিনি। একবার মুথাইয়া মুরলীধরনের বলে নো ডাকার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় দল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন রণতুঙ্গা।