গল: মার্নাশ লাবুশানে ও স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরির পর মনে হয়েছিল, অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস হয়তো অন্যরকম কিছু ভেবেছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তোলা ৩৪৬ রানের জবাবে গলে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার (Aus vs SL) স্কোর ১৮৪/২।


গলের প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল। সেই অবস্থাতেই দ্বিতীয় টেস্টে খেলতে নেমে স্টিভ স্মিথ ও লাবুশানের সেঞ্চুরির উপর দাঁড়িয়ে প্রথম দিন দাপট দেখিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম দিনটা অজিদের হলেও দ্বিতীয় দিন দারুণভাবে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। এদিন সকালে ৬৬ রানে শেষ পাঁচ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৩৬৪ রানে থামিয়ে দেন শ্রীলঙ্কার বোলাররা। এরপর ব্যাট হাতেও দারুণ লড়াই করে শ্রীলঙ্কা। ফলে দ্বিতীয় দিনের শেষে জমে গেল টেস্ট ম্যাচ।


 






দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৮৪ রান। ৮৬ রান করে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। কুশল মেন্ডিস ৮৪ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৬ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৮০ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তাদের হাতে রয়েছে ৮টি উইকেট। অজিদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও মিচেল সোয়েপসন।


আরও পড়ুন: কোহলির স্লেজিংয়ে তিতিবিরক্ত বেয়ারস্টো ড্রেসিংরুমে পৌঁছেই বলে ফেলেছিলেন...