গল: প্রথম ইনিংসে একাই টেনেছিলেন দলকে, দ্বিতীয় ইনিংসেই ফের এক অনবদ্য অর্ধশতরান করলেন দীনেশ চান্দিমল (Dinesh Chandimal)। শ্রীলঙ্কা-পাকিস্তানের প্রথম টেস্টে (Sri Lanka vs Pakistan 1st Test) চান্দিমলের দুরন্ত ইনিংসের সুবাদেই বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে শ্রীলঙ্কা। 


তৃতীয় দিনে ৩৬/১ থেকে ইনিংস শুরু করে শ্রীলঙ্কান ব্যাটাররা। নাইট ওয়াচম্যান কাসুন রাজিথা শুরুতেই আউট হয়ে গেলেও, লঙ্কান ওপেনার ওশাদা ফার্নান্ডো নিজের খেলা চালিয়ে যান। কুশল মেন্ডিসের সঙ্গে ৯১ রানের পার্টনারশিপ গড়েন তিনি। তবে শেষমেশ ৬৪ রানেই সাজঘরে ফিরতে হয় তাকে। অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ। মাত্র ৯ রান করেন তিনি। তবে আবারও নিজের অনবদ্য ফর্ম বজায় রেখে দুরন্ত ইনিংস খেলেন চান্দিমল।


তৃতীয় দিনের শেষে তিনি ৮৬ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার স্কোর ৩২৯ রান নয় উইকেটের বিনিময়ে। লিড ৩৩৩ রানের। গত ইনিংসের মতো এই ইনিংসেও চান্দিমলই শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছেন। অবশ্য কুশল মেন্ডিসও ৭৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেন। তাছাড়া একাধিক শ্রীলঙ্কান ব্যাটার শুরুটা ভাল করেও, কেউই বলার মতো রান করতে পারেননি। পাকিস্তানের হয়ে মহম্মদ নওয়াজ (Mohammad Nawaz) পাঁচ ও ইয়াসির শা তিনটি উইকেট নেন। প্রথম ইনিংসে আগুনে বোলিং করলেও এই ইনিংসে এখনও কোনও উইকেট পাননি শাহিন আফ্রিদি।


দিনের শেষে শ্রীলঙ্কার হয়ে ক্রিজে চান্দিমলকে সঙ্গ দিচ্ছেন প্রবথ জয়সূর্য। ইতিমধ্যেই শেষ উইকেটে ২১ রান যোগ করে ফেলেছেন দুইজনে। বাবর আজম শেষ উইকেটে নাসিম শাকে সঙ্গে নিয়েও শতরান পূর্ণ করতে পেরেছিলেন। চান্দিমল তা পারেন কি না, এখন সেটাই দেখার। অবশ্য ম্যাচে ইতিমধ্যেই খানিকটা ব্যাকফুটে পাকিস্তান। গলে শ্রীলঙ্কা ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ২৬৮ রান করে জয় পেয়েছিল। পাকিস্তানকে তাই জিততে হলে যে রেকর্ড রান তাড়া করতে হবে, তা নিশ্চিত।


আরও পড়ুন: কলম্বোয় উত্তাল পরিস্থিতি, গলেই শ্রীলঙ্কা-পাক দ্বিতীয় টেস্ট