ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: পদে থাকার সুযোগ নিয়ে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে বিদ্ধ ডাকবিভাগের কর্মী। নথি জাল করে তছরুপ করা হয়েছে সাড়ে ৫ কোটি টাকারও বেশি। আর এই অভিযোগে সিঁথির প্রাক্তন পোস্ট মাস্টারকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ।


কোথা থেকে গ্রেফতার:
ধৃতের নাম কৌশিক পাল। এই ঘটনাটি পুরনো। ২০১৯ সালে সিঁথি থানায় (Sinthi Police Station) অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর, সোমবার ভোরে কাঁচড়াপাড়ায় এক গেস্ট হাউস থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।


কী অপরাধ:
২০১৯-এ সিঁথি পোস্ট অফিসে জালিয়াতির অভিযোগ ওঠে। ওই জালিয়াতি কাণ্ডের প্রধান অভিযুক্ত বলে অভিযোগ ওঠে সিঁথির প্রাক্তন পোস্ট মাস্টার কৌশিক পালের বিরুদ্ধে। কিন্তু কীভাবে হয়েছিল ওই জালিয়াতি? পুলিশ সূত্রে খবর, ২০১৯ সালে সিঁথির পোস্ট অফিস কম্পিউটারাইজড করার কাজ চলছিল।  অভিযোগ, সেই সময় তত্‍কালীন পোস্ট মাস্টার নথি জাল করে ৩২টি ভুয়ো অ্যাকাউন্ট খুলে ফেলেন। তারপরে ৮৩ জন গ্রাহকের ৫৪২টি অ্যাকাউন্ট থেকে, মূলত MIS/TD/RD অ্যাকাউন্ট থেকে ৫ কোটি ৫৯ লক্ষ টাকা ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হয় বলে অভিযোগ। পোস্ট অফিসের হিসেবের খাতায় ওই সব অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গিয়েছিল। ২০১৯ সালের অক্টোবরে সিঁথি থানায় দায়ের হয় অভিযোগ। লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্তে নামে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় প্রাক্তন পোস্ট মাস্টার কৌশিক পালের খোঁজে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভোরে কাঁচড়াপাড়ায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে এক গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 


মূলত অবসরপ্রাপ্ত নাগরিক, বয়স্ক ব্যক্তিরা তাঁদের শেষ জীবনের সঞ্চয়ের জন্য পোস্ট অফিসে (Post Office) ভরসা করে থাকেন। স্বল্প সঞ্চয়ের জন্য পোস্ট অফিসে ভরসা করা হয়। সেরকম একটা জায়গায় এতবড় দুর্নীতির অভিযোগ উঠেছিল।


আরও পড়ুন: কড়া হাইকোর্ট, ১০ হাজার টাকা জরিমানা পিএসসি-কে, কেন?